এইকাল নিউজ:
NIOS পরীক্ষার ফল প্রকাশে বাধা নেই, জানালো হাইকোর্ট। তবে ২০ ও২১ ডিসেম্বর ২০১৮ এবং ৩ ফেব্রুয়ারি ও ১৭ ফেব্রুয়ারি ২০১৯ এ যে পরীক্ষাগুলি নেওয়া হয়েছিল, NIOSসংস্থাকেএই সমস্ত উত্তরপত্র সংরক্ষিত রাখতে হবে বলে নির্দেশ দিলেন বিচারপতি সমাপ্তি চট্টোপাধ্যায়।