এইকাল নিউজ: ভাটপাড়া পুরসভার অনাস্থার ভোটাভুটি আসন্ন। তার আগেই বুধবার বড় ধাক্কা খেলেন পুরপ্রধান অর্জুন সিং। সূত্রের খবর, এদিন তাঁর ডাকা বোর্ড মিটিংয়ে পুরসভার 35 জন কাউন্সিলরের মধ্যে হাজির ছিলেন মাত্র তিনজন। ফলে ভেস্তে যায় বোর্ড মিটিং।
উল্লেখ্য, ইতিমধ্যেই তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেওয়া পুরপ্রধান অর্জুন সিংয়ের বিরুদ্ধে মহকুমা শাসকের কাছে অনাস্থাপত্র জমা দিয়েছেন ভাটপাড়া পুরসভার 22জন কাউন্সিলর। এখন ভোটাভুটির অপেক্ষা।