চিন্ময় ভট্টাচার্য, এইকালের প্রতিবেদন:
ব্যারাকপুর লোকসভা কেন্দ্রে সিপিএমের প্রাক্তন সাংসদ তড়িৎবরণ তোপদারের সঙ্গে দেখা করলেন বিজেপি প্রার্থী অর্জুন সিং। বৃহস্পতিবার বিকেলে তিনি তড়িৎবাবুর বাসভবনে গিয়ে তাঁর সঙ্গে দেখা করেন। প্রায় একঘণ্টা তাঁদের মধ্যে কথা হয়।তড়িৎবাবুর বাড়ি থেকে বের হওয়ার পর, সাংবাদিকদের অর্জুন সিং জানান, এটা নেহাতই সৌজন্য সাক্ষাৎকার। তিনি এবার ব্যারাকপুর লোকসভা কেন্দ্রে প্রার্থী হয়েছেন। তাই এলাকার প্রাক্তন সাংসদ তড়িৎ তোপদারের সঙ্গে দেখা করতে এসেছিলেন। একইসঙ্গে তিনি বলেন, ‘কিছু রাজনৈতিক বিষয়েও আলোচনা হয়েছে।’
এই সাক্ষাৎ প্রসঙ্গে তড়িৎবাবু বলেন, ‘অর্জুন আমার কাছে আশীর্বাদ নিতে এসেছিল। পা ছুঁয়ে প্রণাম করল।’
ব্যারাকপুর লোকসভা কেন্দ্রে ২০০৪ সালে এই তড়িৎ তোপদারের বিরুদ্ধে প্রার্থী হয়েছিলেন অর্জুন সিং। হেরেছিলেন দু’লক্ষেরও বেশি ভোটে। ঠিক তার পরের লোকসভা নির্বাচনে, ২০০৯ সালে তৃণমূল কংগ্রেস ব্যারাকপুর লোকসভা কেন্দ্রে প্রার্থী করে দীনেশ ত্রিবেদীকে। সেই নির্বাচনে দীনেশ ত্রিবেদীর দুই সেনাপতি ছিলেন অর্জুন সিং ও পার্থ ভৌমিক। ভোটে পরাজিত হন তড়িৎ তোপদার।
এবার সেই সেনাপতি অর্জুন সিং-ই আসন্ন লোকসভা নির্বাচনে ব্যারাকপুর কেন্দ্রে দীনেশ ত্রিবেদীর প্রধান প্রতিদ্বন্দ্বী। এই পরিস্থিতিতে তড়িৎ তোপদারের সঙ্গে অর্জুন সিংয়ের বৈঠক ঘিরে ব্যারাকপুরের রাজনৈতিক সমীকরণে জন্ম দিয়েছে নতুন জল্পনার।