Breaking
14 Apr 2025, Mon

রামসেনায় ফাটল, শত্রুঘ্ন-লক্ষ্মণ কংগ্রেসে

চিন্ময় ভট্টাচার্য, এইকাল নিউজ:

Advertisement
রামভক্ত বিজেপি শিবিরে ফাটল ধরল একইদিনে। গেরুয়া ছেড়ে কংগ্রেসের হাত ধরলেন শত্রুঘ্ন সিনহা ও লক্ষ্মণ শেঠ। শত্রুঘ্ন নতুন দলের পতাকা হাতে নিলেন দিল্লিতে, সভাপতি রাহুল গান্ধির হাত থেকে। লক্ষ্মণ নিলেন কলকাতায় বিধান ভবনে, প্রদেশ কংগ্রেস সভাপতি সোমেন মিত্রের কাছ থেকে।

বেশ কিছুদিন ধরেই বিজেপিতে কার্যত ব্রাত্য হয়ে পড়েছিলেন লক্ষ্মণ। কংগ্রেসের সঙ্গে আলোচনা চলছিল। কিন্ত, নন্দীগ্রাম-কাণ্ডের জেরে লক্ষ্মণ শেঠের কংগ্রেসে যোগদানে প্রাচীর হয়ে উঠেছিলেন আবদুল মান্নানদের মতো পোড়খাওয়া কংগ্রেস নেতারা। বৃহস্পতিবার সেই গণ্ডী ডিঙোলেন লক্ষ্মণ। ঢুকে পড়লেন হাত শিবিরে।

এদিনই দিল্লিতে বিজেপি ছেড়ে কংগ্রেসে যোগ দিলেন শত্রুঘ্ন সিনহা। ব্রিগেডে মমতার
সভায় এসেছিলেন তিনি। মোদি সরকারের বিরুদ্ধে তোপ দেগেছেন। তাঁকে এবার আর প্রার্থী করেনি বিজেপি। তাঁর কেন্দ্র পাটনা সাহিবে বিজেপি দাঁড় করিয়েছে রবিশংকর প্রসাদকে। তাই ক্ষুব্ধ শত্রুঘ্ন দল বদলালেন। পাটনা সাহিবেই তাঁকে টিকিট দিচ্ছে কংগ্রেস।

Developed by