এইকাল নিউজ: ভোটের ট্রেনিংয়ে হাজির না থাকায় শোকজের চিঠি পেলেন উত্তর 24 পরগনার প্রায় 2400 সরকারি কর্মী। গোটা রাজ্যে সংখ্যাটা প্রায় 20 হাজার বলে সূত্রের খবর।
উত্তর 24 পরগনা জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে, ট্রেনিংয়ে গরহাজিরার পর্যাপ্ত ও সন্তোষজনক কারণ দেখাতে না পারলে ওই সরকারি কর্মীর বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে। লাল কালি পড়তে পারে সার্ভিস বুকেও। তবে আগামী 6 ও 7 এপ্রিল ফের ট্রেনিং রয়েছে। ওই ট্রেনিংয়ে অংশ নিয়ে সমস্যা এড়ানো যেতে পারে।