Breaking
18 Apr 2025, Fri

জেলা তৃণমূলের প্রাক্তন সভাপতি বিকাশ বসুর মৃত্যু রহস্য নিয়ে নতুন করে তদন্ত হওয়া প্রয়োজন : পার্থ ভৌমিক

এইকাল নিউজ :

Advertisement
জেলা তৃণমূলের প্রাক্তন সভাপতি বিকাশ বসুর মৃত্যু রহস্য নিয়ে নতুন করে তদন্ত হওয়া প্রয়োজন বলে জানিয়ে দিলেন দলের উত্তর 24 পরগনা জেলা যুব সভাপতি পার্থ ভৌমিক।
নতুন করে তদন্তের বিষয়টি প্রথমে পুরোপুরি রাজ্য সরকারের প্রশাসনিক সিদ্ধান্ত বলে মন্তব্য করেন নৈহাটির বিধায়ক। পরে অবশ্য বলেন, ‘জেলায় তৃণমূলের সংগঠন গড়ার ক্ষেত্রে বিকাশদার ভূমিকা অপরিসীম। ব্যক্তিগতভাবে তাই মনে করি, তাঁর মৃত্যু রহস্য নতুন করে তদন্ত হওয়া প্রয়োজন।’
সোমবার, বিকাশ বসুর প্রয়াণ দিবসে ইছাপুর স্টোর বাজার এলাকায় এক অনুষ্ঠানে তাঁর প্রতি শ্রদ্ধা জানান, বিদায়ী সাংসদ তথা ব্যারাকপুরের তৃণমূল প্রার্থী দীনেশ ত্রিবেদী, নোয়াপাড়ার প্রাক্তন তৃণমূল বিধায়ক তথা বিকাশ বসুর স্ত্রী মঞ্জু বসু-সহ দলের অন্যান্য নেতা-কর্মীরা।

Developed by