তারক ভট্টাচার্য, এইকাল নিউজ:সোমবার রাজ্যের সব বিরোধী দলের সঙ্গে আলাদা করে বৈঠক করেন বিশেষ পুলিশ পর্যবেক্ষক। বিজেপির পালা আসতেই তৈরি হয় নজিরবিহীন পরিস্থিতি। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের সামনে বৈঠক করতে অস্বীকার করেন বিজেপি নেতা মুকুল রায়। পুলিশ পর্যবেক্ষককে উদ্দেশ্য করে তিনি বলেন, যে এই সিইও পক্ষপাতদুষ্ট। তাই তাঁর সামনে আলোচনা চান না তাঁরা৷ এর পরই বৈঠক ছেড়ে চলে যান মুখ্য নির্বাচনী আধিকারিক আরিজ আফতাব। ঘটনায় বিরক্ত পুলিশ পর্যবেক্ষক দুবে জানিয়ে দেন, প্রমাণ থাকলে তবেই অভিযোগ করা উচিত। প্রয়োজনে আদালতে যাওয়া উচিত ৷
দুবে আরও জানান, বিরোধী রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে যে অভিযোগ করা হচ্ছে, অধিকাংশ সরকারি আধিকারিক বিশেষ করে পুলিশ আধিকারিকরা পক্ষপাতদুষ্ট, তা ঠিক নয়। সব জায়গাতেই কিছু খারাপ মানুষ থাকেন। তা বলে সবাই খারাপ হতে পারেন না। এরাজ্যে যথেষ্ট কম্পিটেন্ট অফিসার রয়েছেন। যাঁরা প্রতিটি মুহূর্তে পরিস্থিতির ওপর নির্বাচন কমিশনের নির্দেশমতো নজরদারি চালাচ্ছেন এবং ব্যবস্থা নিচ্ছেন।