এইকাল নিউজ: বিধি বাম। পুরবোর্ড ভাঙতে তৃণমূলের 22কাউন্সিলরের আনা অনাস্থায় স্থগিতাদেশ চেয়ে ভাটপাড়ার পুরপ্রধান অর্জুন সিং যে আর্জি করেছিলেন, তা খারিজ করে দিল হাইকোর্ট। ফলে অনাস্থার ভোটাভুটি আটকানোর সব চেষ্টা ব্যর্থ হল অর্জুনের।
তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেওয়ার পরই ভাটপাড়ার সিংহভাগ কাউন্সিলর তাঁর সঙ্গেই রয়েছেন বলে হুঙ্কার ছেড়েছিলেন অর্জুন। কিন্তু তারপরই 35 জনের মধ্যে 22জন কাউন্সিলরই এককাট্টা হয়ে পুরপ্রধান অর্জুন সিংয়ের নেতৃত্বাধীন ভাটপাড়া পুরবোর্ডের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব জমা দেন মহকুমা শাসকের কাছে। কিন্তু ‘পরাজয়ের আশঙ্কায়’ ভোটাভুটি এড়াতে ওই অনাস্থা প্রস্তাবের উপর অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ চেয়ে হাইকোর্টে আবেদন করেন অর্জুন। মঙ্গলবার শুনানিতে পুরপ্রধান অর্জুন সিংয়ের সেই আর্জি খারিজ করে দেয় হাইকোর্ট। ফলে অনাস্থার ভোটাভুটি এখন শুধু সময়ের অপেক্ষা। এদিকে, লোকসভা নির্বাচনের আগে অনাস্থার ভোটে হেরে পুরপ্রধান পদ থেকে অপসারিত হলে ব্যারাকপুরের বিজেপি প্রার্থী অর্জুন সিংয়ের লোকসভার ভোটব্যাঙ্কে তা নেতিবাচক প্রভাব ফেলবে বলেই মনে করছে রাজৈনতিক মহল।