স্টিং নিউজ সার্ভিসঃ বাসে ট্রেনে ছোট গাড়িতে করে লোক ছুটল ব্রিগেডে। বুধবার সকাল থেকেই বর্ধমান শহরে বিজেপির দলীয় কার্যালয়ের সামনে বিজেপি কর্মীরা বাসে উঠে রওনা দিল ব্রিগেডের দিকে। এদিন কর্মীর তুলনায় বাসের সংখ্যা কম থাকায় কেউ ছোট গাড়ি কিংবা কেউ কেউ কেউ ট্রেনে করে ও ব্রিগেডের উদ্দেশ্যে রওনা দিয়েছেন। বিজেপি জেলা সভাপতি জানিয়েছেন জেলা থেকে প্রায় চল্লিশ হাজার বিজেপি কর্মীদের উদ্দেশ্যে রওনা দিয়েছেন। বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের জন্য বিজেপি প্রার্থীর নাম ঘোষণা করতে পারে নি। যা নিয়ে মাথা ব্যাথা নেই বিজেপি কর্মীদের। তারা বলছেন বিজেপি প্রার্থী হোক না কেন প্রার্থীকে জেতানোর জন্য তারা ইতিমধ্যেই বিজেপির হয়ে প্রচারের কাজ শুরু করে দিয়েছেন। আর বিজেপির লড়াই কিভাবে শুরু হবে সেই বার্তা দিতে আজ ব্রিগেডে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আর মোদির সভায় ভিড় বাড়াতেই তাই ব্রিগেডে ছুটেছেন বিজেপি কর্মীরা।