এইকাল নিউজ:
মেলা উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নৈহাটির উপপোরপ্রধান ভজন মুখোপাধ্যায়, যিনি এই ধরনের কর্মসূচির প্রয়োজনীয়তা তুলে ধরে এই উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন।
সমরেশ বসু সরণী ও সংলগ্ন এলাকায় মেলা সংগঠিত করার জন্য উল্লেখযোগ্য সাহায্য করেন স্থানীয় পুরপিতা
রমেশ হালদার। পুরপ্রধান অশোক চট্টোপাধ্যায় দ্বিধাহীনভাবে সমস্ত প্রয়োজনীয় সম্মতি দেন। মেলার সাফল্য কামনা করে বার্তা পাঠান বিধায়ক
পার্থ ভৌমিক । বিজ্ঞানমনস্কতা ছড়িয়ে দেওয়ার বার্তাবহনকারী মেলাটি শেষ হয় মোমবাতি মিছিলের মধ্যে দিয়ে।
উল্লেখ্য, প্রাতিষ্ঠানিক অর্থসাহায্যের প্রত্যাশা না করে ব্যক্তিগত অর্থ-সাহায্যেই বিজ্ঞানমেলার খরচ সামলান আয়োজকরা। মেলার আয়োজক ছিল নৈহাটি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড কালচার।