এইকাল নিউজ:
লোকসভা ভোটের আগে বড়সড় রদবদল রাজ্য পুলিশে। নির্বাচন কমিশনের নির্দেশে শুক্রবার রাতে সরিয়ে দেওয়া হল কলকাতা ও বিধাননগরের দুই পুলিশ কমিশনার এবং বীরভূম ও ডায়মন্ড হারবারের দুই পুলিশ সুপারকে। এই নির্দেশ অবিলম্বে বলবৎ করে ২৪ ঘণ্টার মধ্যে রাজ্যের মুখ্যসচিবকে কমিশনে রিপোর্ট পেশ করতে হবে বলে জানিয়েছে কমিশন।অনুজ শর্মার জায়গায় কলকাতা পুলিশের কমিশনার হচ্ছেন রাজেশ কুমার। তিনি দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের এডিজি-পদে ছিলেন। বিধাননগরের সিপি জ্ঞানবন্ত সিংকে সরিয়ে সেই জায়গায় আনা হল রাজ্য পুলিশের এডিজি (অপারেশন্স) নটরাজন রমেশ বাবুকে।
অন্যদিকে, ডায়মন্ড হারবারের এসপি এস সেলবামুরুগানের জায়গায় এলেন কলকাতা সশস্ত্র পুলিশের তৃতীয় ব্যাটেলিয়নের ডিসি শ্রীহরি পাণ্ডে। সরানো হল বীরভূমের এসপি শ্যাম সিংকেও। তাঁর জায়গায় নিযুক্ত করা হয়েছে বিধাননগরের ডিসি (এয়ারপোর্ট ডিভিশন) আভারু রবীন্দ্রনাথকে।
সূত্রের খবর, বিজেপি-সহ বিরোধীদের বারবার আনা অভিযোগের জেরেই ভোটের আগে এই রদবদল।