কল্লোল দে বিশ্বাস, এইকাল নিউজ:
নির্বাচন কমিশনের নির্দেশে গণতান্ত্রিক অধিকার প্রয়োগে বিশেষভাবে সক্ষমদের জন্য আসন্ন লোকসভা ভোটে বিশেষ ব্যবস্থা নিচ্ছে উত্তর 24 পরগনা জেলা প্রশাসন। আর সেই ব্যবস্থার সফল প্রয়োগের উদ্দেশে মঙ্গলবার বিশেষভাবে সক্ষমদের নিয়ে কাজ করে, জেলার এমন স্বেচছাসেবী সংস্থাগুলিকে নিয়ে এক বিশেষ আলোচনাসভার আয়োজন করা হয় জেলা প্রশাসনের তরফে। ওই আলোচনাসভায় জানানো হয়, বিশেষভাবে সক্ষমদের জন্য ভোটকেন্দ্রগুলিতে নিতে হবে বিশেষ ব্যবস্থা। যেমন, বিশেষভাবে সক্ষম ব্যক্তিদের জন্য ভোটকেন্দ্রে আলাদা লাইনের ব্যবস্থা করতে হবে। ভোটকেন্দ্র যদি দোতলায় হয়, তাহলে র্যাম্পের ব্যবস্থা করতে হবে। তাঁদের দিতে হবে অন্যান্য বিশেষ সহায়তাও। একইভাবে প্রবীণ নাগরিক ও গর্ভবতী মহিলাদের ক্ষেত্রেও ভোটাধিকার প্রয়োগের এই বিশেষ সুবিধা প্রদান করতে হবে বলে আলোচনা করা হয়।এদিনের আলোচনাসভায় জেলাশাসক অন্তরা আচার্য ছাড়াও ছিলেন ডিএসডব্লুও সুনয়ন দাস। অংশ নিয়েছিল নৈহাটি রাজীব গান্ধি মেমোরিযাল সোসাইটি, পানিহাটি প্রতিবন্ধী কল্যাণ সমিতি, ইছাপুর ব্রাহ্মণপাড়া শিল্প নিকেতন, সোসাইটি ফর ওয়েলফেয়ার অব চিলড্রেন, বারাসত সাবলম্বী-সহ ভিন্নভাবে সক্ষমদের নিয়ে কাজ করা জেলার মোট 19টি স্বেচছাসেবী সংগঠন।