Breaking
16 Apr 2025, Wed

বিজেপিতে গেলেন হালিশহরের উপপুরপ্রধান রাজা

এইকাল নিউজ: তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিলেন হালিশহর পুরসভার উপপুরপ্রধান রাজা দত্ত। শুক্রবার বিজেপির আঞ্চলিক নেতা সুবোধ অধিকারীর হাত ধরে দলবদল করেন তিনি। রাজা দত্তর সঙ্গেই এদিন তৃণমূল ছেড়ে গেরুয়া শিবিরে নাম লেখালেন সুদীপ্ত দাস, অনিমা মল্লিক ও সুনীতা বিশ্বাস।
বরাবরই মুকুল রায়ের ঘনিষ্ঠ বলে পরিচিত ছিলেন রাজা দত্ত। তাঁর বিরুদ্ধে একাধিক ‘সমাজবিরোধী’ কার্যকলাপের অভিযোগ ছিল। মাঝে দীর্ঘদিন বেপাত্তা থাকার পর সম্প্রতি অর্জুন সিংয়ের হাত ধরেই এলাকায় ফেরেন তিনি। ফলে অর্জুন সিং গেরুয়া শিবিরে যোগ দেওয়ার পর থেকেই তাঁর বিজেপিতে পা বাড়িয়ে থাকা নিয়ে জল্পনা চলছিল। শুক্রবার সেই জল্পনার অবসান হল।

Developed by