Breaking
16 Apr 2025, Wed

বিধায়ক শুভ্রাংশুকে ফুল মার্কস দিলেন মন্ত্রী জ্যোতিপ্রিয়

সুকন্যা বিশ্বাস, এইকাল নিউজ:

Advertisement
বীজপুরের বিধায়ক শুভ্রাংশুকে ফুল মার্কস দিলেন মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। বাবা মুকুল রায় একসময় ছিলেন তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড। কিন্তু দীর্ঘদিন হল তিনি তৃণমূল ছেড়ে বিজেপিতে, আর ছেলে শুভ্রাংশু মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শে তৃণমূলেই রয়ে গেছেন। যদিও বাবা বিজিপিতে যাওয়ার পর বিতর্ক পিছু ছাড়েনি। কিন্তু শুভ্রাংশু নিজের জায়গায় অটল থেকেছেন। আর বারবার শুভ্রাংশু মিডিয়াকে একই কথা বলেছেন যে, তাঁর রাজনৈতিক মতাদর্শ একজনকে ঘিরেই আবর্তিত হয়, তিনি মা-মাটি-মানুষের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

প্রথম দিকে শুভ্রাংশুর ওপর কেউ কেউ 100% ভরসা করতে পারেননি। দলেরই তৎকালীন ডাকসাইটে বিধায়ক অর্জুন সিং শুভ্রাংশুকে বারবার ব্যক্তিগত আক্রমণ করেছেন। কিন্তু তা সত্ত্বেও মাটি কামড়ে দলের অনুগত সৈনিক হয়েই পড়ে থেকেছেন শুভ্রাংশু।

আসন্ন লোকসভা ভোটেও নিজের এলাকায়
শুভ্রাংশু সক্রিয়ভাবেই তৃণমূলের হয়ে প্রচার করছেন। শুধু তাই নয়, সম্প্রতি হালিশহর লোকসংস্কৃতি ভবনে আয়োজিত তৃণমূলের কর্মিসভায় শুভ্রাংশু দলের প্রতি আনুগত্য এবং দৃঢ় প্রত্যয় দেখে তৃণমূলের নেতা মন্ত্রীরা শুভ্রাংশু প্রতি 100% আস্থাও প্রকাশ করেছেন। উত্তর 24 পরগনা জেলার সভাপতি তথা খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক শুক্রবার সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে সরাসরি বলেন, ‘শুভ্রাংশুকে আমরা 100 তে 100 নয়, 100তে 125 নম্বর দিচ্ছি। কারণ, শুভ্রাংশুর মতো নেতা আমাদের দলের সম্পদ।’

অন্যদিকে পার্শ্ববর্তী নৈহাটির বিধায়ক তথা বিধানসভার পরিষদীয় সচিব এবং তৃণমূলের উত্তর 24 পরগনা জেলা যুব তৃণমূলের সভাপতি পার্থ ভৌমিকও শুভ্রাংশুর ওপর 100 ভাগ আস্থাশীল বলে সাংবাদিকদের জানিয়েছেন। বিধায়ক পার্থ ভৌমিকের কথায়, বীজপুরে তৃণমূলের ভোট পরিচালনার মূল কান্ডারী অন্য কেউ নয়, বিধায়ক শুভ্রাংশু রায়।

Developed by