Breaking
16 Apr 2025, Wed

রাজা দত্তকে জেলে যেতে হবে: জ্যোতিপ্রিয়

ঋতিকা দাস, এইকাল নিউজ:

Advertisement
রাজা দত্তকে জেলে যেতে হবে, বললেন মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক।
শুক্রবার হালিশহরের উপপুরপ্রধান, একদা মুকুল রায় ঘনিষ্ঠ তৃণমূল নেতা রাজা দত্ত সপার্ষদ বিজেপিতে যোগ দেন। আর এরপরই রাজা দত্তের বিরুদ্ধে তোপ দাগলেন রাজ্যের খাদ্যমন্ত্রী তথা উত্তর 24 পরগনা জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি জ্যোতিপ্রিয় মল্লিক। তিনি বলেন, ‘রাজা দত্তের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে এবং সেই সব মামলায় রাজা দত্ত জামিন পায়নি। রাজা দত্ত যখন তৃণমূলে ছিল তখনও তাকে বারবার বলা হয়েছিল আইন মেনে জামিন নেওয়ার জন্য। কিন্তু সে কথা শোনেনি। ফলে এখন যা হওয়ার তাই হবে।’ অর্থাৎ রাজা দত্ত গ্রেফতার হতে পারে, এমনই জানালেন জ্যোতিপ্রিয় মল্লিক।
প্রসঙ্গত, রাজা দত্ত দীর্ঘদিন ধরেই মুকুল অনুগামী বলে পরিচিত। মুকুল রায় বিজেপিতে যাওয়ার পর রাজা দত্ত বেশ কিছুদিন গা ঢাকা দিয়েছিলেন এবং তৎকালীন তৃণমূল কংগ্রেসের ডাকাবুক বিধায়ক অর্জুন সিংয়ের নেতৃত্বে রাজা দত্তকে আবার এলাকায় ফিরিয়ে আনা হয়। এলাকায় ফিরে এলেও রাজা দত্তের দলের মধ্যে ভূমিকা নিয়ে প্রশ্নচিহ্ন ছিল। এরপর অর্জুন সিং বিজেপিতে যোগদানের পর এলাকার রাজনৈতিক মহলে শোনা যাচ্ছিল রাজা দত্ত খুব শীঘ্রই তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেবেন। শুক্রবার সকালে তৃণমূলের একটি মিছিলে বিধায়ক শুভ্রাংশু রায়-সহ তৃণমূল নেতৃত্বের সঙ্গে রাজা দত্তকে প্রথম সারিতে হাঁটতেও দেখা যায়। কিন্তু এরপরই বেলার দিকে রাজা দত্ত বিজেপিতে যোগদান করেন। রাজা দত্তের সঙ্গে বিজেপিতে যোগ দেন আরও এক যুবনেতা সুদীপ্ত দাস। সুদীপ্ত বরাবরই অর্জুন অনুগামী বলে পরিচিত। অর্জুন সিংই তৃণমূলে সুদীপ্তকে যুব নেতা বানানোর কথা বলেছিলেন। কিন্তু অর্জুন বিজেপিতে যাওয়ার পর সুদীপ্ত তৃণমূলে থেকে গেলেও দলীয় কর্মসূচিতে তাঁকে সেভাবে দেখা যায়নি। রাজা দত্তের সঙ্গে এদিন সুদীপ্তও তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেন।

Developed by