ঋষি বঙ্কিমচন্দ্র ইভিনিং কলেজের রক্তদান ও স্বাস্থ্য শিবির
শুভম দাস, নৈহাটি, এইকাল নিউজ :
Advertisement
১৮ এপ্রিল বৃহস্পতিবার পুলওয়ামায় জঙ্গী হামলায় নিহত বীর শহীদ জওয়ানদের স্মৃতিতে রক্তদান উৎসব এবং স্বাস্থ্য শিবিরের আয়োজন করে নৈহাটি ঋষি বঙ্কিমচন্দ্র সান্ধ্য কলেজের ছাত্র সংসদ ও প্রাক্তনিকা৷ সকাল ১১টা থেকেই কলেজ প্রাঙ্গণে রক্তদান করেন বহু ছাত্রছাত্রী৷এদিন রক্তদান ও স্বাস্থ্য পরীক্ষা শিবিরের শুভসূচনা করেন কলেজের পরিচালন সমিতির সদস্য তথা নৈহাটি পুরসভার কাউন্সিলর শম্ভু নাথ বিশ্বাস এবং এ্যালুমনি এ্যাসোসিয়েশনের সভাপতি তথা কাউন্সিলর কানাই লাল আচার্য৷ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ ড. দেবাসিশ ভৌমিক, অধ্যাপক দিলীপ কুমার কারক এবং রঞ্জিত কুমার দত্ত, চন্দ্রনাথ অধিকারী, প্রাক্তন ছাত্র নৈহাটি পুরসভা স্কুলের প্রধান শিক্ষক সুজয় কুমার দাস, সুনীল ভট্টাচার্য, বিশ্বজিত দাস এছাড়াও প্রাক্তনিকার সম্পাদক সুমন রায়, সংসদ সভাপতি রোহিত সাউ, রজত সরকার ৷প্রত্যেক অতিথিদের ব্যাচ, উত্তরীয় ও স্মারক প্রদান করে সম্মানিত করা হয়। কলকাতার এনআরএস হাসপাতালের ব্ল্যাড ব্যাংক রক্ত সংগ্রহ করে৷ এছাড়া বারাসাত কদম্বগাছি জি এন আর সি থেকে সুগার ,বিপি ,চক্ষু ও ইসিজি পরীক্ষা করা হয়। প্রাক্তনিকা যুগ্ম সম্পাদক শুভম দাস জানান,এটা আমাদের তৃতীয় বর্ষের অনুষ্ঠান৷ পুলওয়ামায় বীর শহীদ জওয়ান সহ কলেজের দুজন কর্মী অনিল মল্লিক ও সুরঞ্জণ সরকারের স্মৃতির উদ্দেশ্যে এই অনুষ্ঠান৷তিনি বলেন ১০০জন ছাত্র-ছাত্রী রক্তদান করবেন৷তিনি বলেন ‘‘শহীদ জওয়ানদের শ্রদ্ধা জানাতে এত ছাত্রছাত্রী রক্তদান করলেন দেখে আমরা সকলে অভিভূত”। কলেজের সকলেই ছাত্র সমাজের এই উদ্যোগের প্রশংসা করেন।। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করে ছাত্র সংসদের পরিচালন সমিতির ছাত্র প্রতিনিধি শুভ্রজিত ভট্টাচার্য।