Breaking
11 Apr 2025, Fri

ভাটপাড়া ও গৌরীপুরে দিনেশের পদযাত্রা, সঙ্গী শিক্ষকরা

কল্লোল দে বিশ্বাস, এইকাল নিউজ: শনিবার দুপুর থেকে বিকেল তৃণমূল প্রার্থী দীনেশ ত্রিবেদী প্রচার সারলেন ভাটপাড়া, জগদ্দল ও নৈহাটির গৌরীপুরে।

দিনেশের প্রচারের মূল সারথী ছিলেন বিধায়ক পার্থ ভৌমিক। হাজার হাজার শিক্ষকরা পায়ে পা মেলালেন। পথে উৎসাহী মানুষের ভিড় ছিল চোখে পড়ার মতো।

Developed by