সুকন্যা বিশ্বাস, এই কাল নিউজ: বীজপুরের তৃণমূল বিধায়ক শুভ্রাংশু রায়কে নিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছে বিজেপি। তৃণমূলের বিধায়ক শুভ্রাংশু রায় তৃণমূলে
ছিলেন এবং তৃণমূলে আছেন।এই নিয়ে কোনও সংশয়ের অবকাশ নেই। কিন্তু কিছু সাংবাদিক বিশেষত কিছু নিউজ পোর্টাল টাকার বিনিময়ে উদ্দেশ্যপ্রণোদিতভাবে সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তিকর খবর পরিবেশন করছেন বলে অভিযোগ করলেন নৈহাটির বিধায়ক পার্থ ভৌমিক।
20 এপ্রিল, শনিবার তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতি উত্তর 24 পরগনা জেলা কমিটির ডাকে ব্যারাকপুর লোকসভার তৃণমূল কংগ্রেস প্রার্থী দীনেশ ত্রিবেদীর সমর্থনে একটি পদযাত্রা অনুষ্ঠিত হয়। জাগদ্দলের গোলঘরে সেই পদযাত্রার শেষে নৈহাটির বিধায়ক পার্থ ভৌমিক ‘এই কাল’কে জানান, বেশ কিছুদিন ধরেই লক্ষ্য করা যাচ্ছে বিজেপি প্রার্থী টাকার বিনিময়ে বেশ কিছু নিউজ পোর্টালে ও সংবাদপত্র বা চ্যানেলের সাংবাদিকদের দিয়ে বিভ্রান্তিকর খবর ছড়ানোর চেষ্টা করছেন, যার সাম্প্রতিকতম নজির বীজপুরের তৃণমূল বিধায়ক শুভ্রাংশু রায় সম্পর্কে অপপ্রচার চালানো। সবটাই ভোটকে কেন্দ্র করে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা বলে অভিযোগ করেছেন নৈহাটির বিধায়ক তথা উত্তর 24 পরগনা জেলা যুব তৃনমূলের সভাপতি পার্থ ভৌমিক।।