Breaking
11 Apr 2025, Fri

দিনেশ ত্রিবেদীর সমর্থনে হালিশহরে প্রচারে অভিষেক

শুভম দাস, এইকাল নিউজ:

Advertisement
ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী দীনেশ ত্রিবেদীর সমর্থনে রোড শো করলেন তৃণমূল যুব সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়। বুধবার বিকেল ৪-৩০মিনিটে হেলিপ্যাডে হালিশহর সরকারপাড়া স্কুলমাঠে নেমে পদযাত্রায় শামিল হন তিনি। হালিশহর পুরসভার সামনে থেকে প্রচুর সংখ্যক কর্মী-সমর্থক নিয়ে সরকার বাজার, নবনগর, ডানলপঘাট হয়ে শোভাযাত্রা করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তা শেষ হয় স্টেশন এর কাছে । মিছিলে প্রার্থী দীনেশ ত্রিবেদী ছাড়াও বিধায়ক তাপস রায়, পার্থ ভৌমিক ও শুভ্রাংশু রায, কাঁচরাপাড়া ও হালিশহরের পুরপ্রধান সুদামা রায় ও অংশুমান রায়, ছাত্রনেতা তৃণাঙ্কুর ভট্টাচার্য-সহ বীজপুরের স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পদযাত্রার শেষে হালিশহর স্টেশন সংলগ্ন জেঠিয়া বাজারে এক নির্বাচনী পথসভা অনুষ্ঠিত হয়।

Developed by