Breaking
11 Apr 2025, Fri

ভাটপাড়া বিধানসভার উপনির্বাচনে ঘাসফুলের প্রার্থী মদন

এইকাল নিউজ: ভাটপাড়া বিধানসভার উপনির্বাচনে রাজ্যের প্রাক্তন পরিবহণমন্ত্রী মদন মিত্রকে প্রার্থী করল তৃণমূল। বৃহস্পতিবার তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ভাটপাড়ার প্রার্থী হিসেবে মদনের নাম ঘোষণা করেন।কংগ্রেসও এই কেন্দ্রে প্রার্থীর নাম ঘোষণা করে দিয়েছে। ভাটপাড়ায় কংগ্রেসের টিকিটে প্রার্থী হচ্ছেন আহমেদ হুসেন। তবে বিজেপি এখনও প্রার্থীর নাম ঘোষণা করেনি। অর্জুন সিং বিজেপির টিকিটে ব্যারাকপুর লোকসভার প্রার্থী হওয়ায় তিনি আর এই বিধানসভা উপনির্বাচনে প্রার্থী হতে পারবেন না। তাই তাঁর ছেলে পবন সিংকে ভাটপাড়ার বিধায়ক পদে বিজেপি টিকিট দিতে পারে বলে শোনা যাচ্ছে। যদিও বিজেপিরই অন্য একটি সূত্রের খবর, ভাটপাড়া বিধানসভার উপনির্বাচনে বিজেপির জেলা সভানেত্রী ফাল্গুনী পাত্রকেও টিকিট দিতে পারে গেরুয়া শিবির।
আগামী 19 মে অনুষ্ঠিত হতে চলেছে ভাটপাড়া বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন। এই কেন্দ্রের চারবারের

তৃণমূল বিধায়ক অর্জুন সিং সম্প্রতি দল বদল করে বিজেপিতে যোগ দেন। দলের নিয়ম অনুযায়ী এর পরই তাঁকে ছ’বছরের জন্য সাসপেন্ড করে তৃণমূল। নিয়ম মাফিক
ভাটপাড়ার বিধায়ক পদ থেকে ইস্তফাও দেন অর্জুন। ফলে ভাটড়া বিশানসভা আসনটি ফাঁকা হয়ে যায়। আগামী 19 মে ভাটপাড়া বিধানসভা আসনে উপনির্বাচন ঘোষণা করে নির্বাচন কমিশন।

Developed by