Breaking
11 Apr 2025, Fri

অর্জুনের আক্রমণের পাল্টা জবাব মদনের

এইকাল নিউজ: জমে উঠেছে ভোট দ্বৈরথ।ভাটপাড়া উপনির্বাচনে প্রার্থী হওয়ার পরেই তাঁকে মাতাল বলে আক্রমণ শানিয়েছিলেন ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অর্জুন সিং৷ এবার অর্জুনের আক্রমণের পাল্টা জবাব দিলেন ভাটপাড়া উপনির্বাচনের তৃণমূল প্রার্থী মদন মিত্র৷ প্রাক্তন ক্রীড়া ও পরিবহন মন্ত্রী বললেন ‘ও মাতাল দেখেছে দাঁতাল হাতি দেখেনি, এবার দেখবে৷’একদিকে ব্যারাকপুর লোকসভা নির্বাচন, অন্যদিকে ভাটপাড়া বিধানসভার উপনির্বাচন, ভোটের উত্তাপে সরগরম উত্তর ২৪ পরগনার ব্যারাকপুর শিল্পাঞ্চল।

ব্যারাকপুর লোকসভা নির্বাচন ও ভাটপাড়া বিধানসভা উপনির্বাচন কার্যত সম্মান রক্ষার লড়াই হয়ে দাঁড়িয়েছে তৃণমূল কংগ্রেসের কাছে। ভাটপাড়ার কুড়ি বছরের তৃণমূল কংগ্রেসের বিধায়ক ছিলেন অর্জুন সিং। দলের প্রতি ক্ষুব্ধ হয়ে বিজেপিতে যোগ দিয়ে ব্যারাকপুর লোকসভা কেন্দ্র থেকে বিজেপি প্রার্থী হিসেবেই এবার ভোটে লড়ছেন তিনি। পুরনো রাজনৈতিক দল তৃণমূল কংগ্রেসকে এক ইঞ্চিও জমি ছাড়তে নারাজ বিজেপি প্রার্থী অর্জুন সিং। তিনি নিজে লোকসভা ভোটে প্রার্থী হওয়ায় তাকে ছাড়তে হয়েছে ভাটপাড়া বিধানসভার বিধায়ক পদ। সমর্থন হারিয়ে ভাটপাড়ারর পুরপ্রধান পদ খুইয়েছেন তিনি। তাই অর্জুনের পাখির চোখ এখন লোকসভা ভোট।

Developed by