Breaking
11 Apr 2025, Fri

ভাটপাড়ায় অর্জুনেই আস্থা বিজেপির, প্রার্থী পবন

এইকাল নিউজ:

Advertisement
অর্জুন সিংয়ের চওড়া কাঁধে ভর করেই ভাটপাড়া বিধানসভার ভোট বৈতরিনী পেরতে চায় বিজেপি। আর তাই ভাটপাড়া বিধানসভার উপনির্বাচনে অর্জুন-পুত্র পবন সিংকেই প্রার্থী করল পদ্মশিবির।
তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিয়ে ব্যারাকপুর লোকসভার প্রার্থী হওয়ার পর অর্জুন সিং ভাটপাড়ার বিধায়ক পদ থেকে ইস্তফা দেন। এরপরই ভাটপাড়া বিধানসভা আসনটি ফাঁকা হয়ে যায়। আগী 19 মে এই কেন্দ্রে উপনির্বাচন।
নিজে লোকসভার প্রার্থী হওয়ায় অর্জুন সিং ভাটপাড়া বিধানসভার প্রার্থী হতে পারবেন না। কিন্তু অর্জুনের হাতের তালুর মতো চেনা ভাটপাড়ায় তাঁর বিকল্প খুঁজে পেতেও হিমশিম বঙ্গ বিজেপি নেতৃত্ব। তার উপর তৃণমূল আবার এই কেন্দ্রে মদন মিত্রের মতো হেভিওয়েটকে প্রার্থী করেছে। এই অবস্থায়
তাই রাজনীতিতে নবাগত অর্জুন-পুত্র পবন সিংকে প্রার্থী করে আদতে ব-কলমে ভাটপাড়ার চারবারের বিধায়ক অর্জুন সিংয়ের ভোট মেশিনারীকেই বিজেপি কাজে লাগাতে চাইছে বলে মনে করছে রাজনৈতিক মহল।

Developed by