Breaking
11 Apr 2025, Fri

মিডিয়াকে বিজেপি কিনে নিচ্ছে: মমতা

পল্লবী ভাওয়াল, এইকাল নিউজ: মিডিয়াকে বিজেপি কিনে নিচ্ছে বলে শনিবার অভিযোগ করলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়।
এদিন হুগলি লোকসভা কেন্দ্রের দলীয় প্রার্থী ড. রত্না দে নাগের সমর্থনে হুগলির পান্ডুয়ায় নির্বাচনী সভা করলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শনিবার দুপুরের এই সভায় উপস্থিত ছিলেন প্রার্থী ডঃ রত্না দে নাগ, তৃণমূলের হুগলি জেলা সভাপতি তপন দাশগুপ্ত প্রমুখ। সভায় নরেন্দ্র মোদির বিরুদ্ধে ক্ষোম উগড়ে দেন মমতা। মোদিকে কটাক্ষ করে তিনি বলেন, ‘এক হাতে ডান্ডা সাথে নিয়েছে গুন্ডা, টাকার বাক্স নিয়ে হয়েছে পান্ডা’।তিনি আরও বলেন “চৌকিদার চোর হ‍্যায়, মিডিয়াকে বিজেপি কিনে নিচ্ছে।’
প্রায় এক ঘণ্টার ভাষণে হুগলির পান্ডুয়া, মগরা, চুঁচড়ার উন্নয়ন তালিকা তুলে ধরে দলীয় প্রার্থীর হয়ে তিনি ভোট চান এলাকার মানুষের কাছে।

Developed by