Breaking
11 Apr 2025, Fri

”আমি বাঘের বাচ্চার মত লড়ি, কোনও মোদীকে ভয় পাই না” – আমডাঙার জনসভায় বললেন মমতা বন্দ্যোপাধ্যায়

শুভম দাস, ৩০এপ্রিল, এইকাল নিউজ :তৃণমূলের ৪০ জন বিধায়ক তাঁদের সঙ্গে যোগাযোগ রাখছিল বলে সোমবার ভাটপাড়ায় প্রচারে এসে দাবী করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ২৪ ঘণ্টার মধ্যেই তার পাল্টা জবাব দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

Advertisement

লোকসভা ভোটের প্রায় শেষমুহূর্তে বিভিন্ন স্থানে জনসভা করছেন দলীয় নেতৃত্বরা। মঙ্গলবার তৃণমূল কংগ্রেসের উদ্যোগে ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী দীনেশ ত্রিবেদীর সমর্থনে উত্তর ২৪ পরগনা জেলার আমডাঙায় নির্বাচনী সভা করেন তৃণমূল সুপ্রমো মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে তিনি বলেন, যে আমি বাঘের বাচ্চার মত লড়ি, পারলে আমার সাথে রাজনৈতিক ভাবে লড়ুন। এখানে তৃণমূল প্রার্থী দিনেশ ত্রিবেদী শান্তি, সম্প্রীতি এবং উন্নয়নের জন্যে অনেক কাজ করেছেন। এখানে বিজেপির হয়ে যে গদ্দারটা দাঁড়িয়েছে, প্রতিটা ভোট দিন তাকে হারিয়ে শিক্ষা দিতে এছাড়া ও মিডিয়া ক্যাপচার করে রেখেছে। সবকটা প্রতিষ্ঠান প্রভাবিত করে রেখেছে। সংবিধান পালটে দিতে চাইছে। তিনি বলেন ওদের কাছে আমরা দেশপ্রেম শিখব না। এই মাটি দেশপ্রেমের, সংস্কৃতির জন্মদাতা। আমরা দুর্যোধন বা দুঃশাসনদের মনে রাখি না। সভায় উপস্থিত ছিলেন জ্যোতিপ্রিয় মল্লিক, নির্মল ঘোষ, মদন মিত্র, পার্থ ভৌমিক, সুজিত বোস সহ তৃণমূল কংগ্রেসের দলীয় কর্মীরা। l

Developed by