Breaking
11 Apr 2025, Fri

জিলেপি মাঠে দীনেশ ত্রিবেদীর সমর্থনে সভা মমতার

শুভম দাস, এইকাল নিউজ:

Advertisement
জগদ্দলের জিলেপি মাঠে ২৯ এপ্রিল সভা করে গেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আর তার দূ’দিন পর বৃহস্পতিবার দুপুরে ওই একই মাঠে দলীয় প্রার্থী দীনেশ ত্রিবেদীর সমর্থনে সভা করলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ব্যারাকপুরের বিজেপি প্রার্থী অর্জুন সিংকে ‘গদ্দার’ বলে আক্রমণ করলেন মমতা। সভা থেকে অর্জুন সিং ছাড়াও বিজেপি ও মোদির বিরুদ্ধে তোপ দাগেন মমতা। বিজেপির সরকারের নোটবন্দি থেকে শুরু করে জিনিসপত্রের মূল্যবৃদ্ধি সব তাঁর বক্তব্যের মধ্যে দিয়ে তুলে ধরেন। মুকুল রায় এবং অর্জুন সিংয়ের তীব্র সমালোচনা করে বলেন, ‘মুকুল-অর্জুন উস্কানি দিয়ে চলেছে বিজেপিকে।’
এ দিন ভাটপাড়ার জনসভা থেকে ব্যারাকপুর লোকসভার বিজেপি প্রার্থী অর্জুন সিং ও তাঁর ছেলে ভাটপাড়া বিধানসভা উপনির্বাচনের বিজেপি প্রার্থী অর্জুনপুত্র পবন সি, দু’জনকেই পরাজিত করার ডাক দেন মমতা। তিনি বলেন, ‘বাপ-বেটা দু’জনেরই জামানত জব্দ করুন।’
সভায় উপস্থিত ছিলেন ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের প্রার্থী দীনেশ ত্রিবেদী ও ভাটপাড়া বিধানসভার উপনির্বাচনের প্রার্থী মদন মিত্র প্রমুখ।

Developed by