এইকাল নিউজ: ভোটের কয়েক ঘণ্টা আগে নৈহাটির 35টি পরিবার বিজেপি ছেড়ে ঘাসফুল শিবিরে যোগ দিল। রবিবার রাতে গৌরীপুরে, নৈহাটির আট নম্বর ওয়ার্ডের এই পরিবারগুলি নৈহাটি শহর যুব তৃণমূল কংগ্রেসের সম্পাদক অভিজিৎ চট্টোপাধ্যায়ের হাত ধরে মা-মাটি-মানুষের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন-যজ্ঞে শামিল হলেন।
উল্লেখ্য, বহুচর্চিত এই আট নম্বর ওয়ার্ডটির কাউন্সিলর গণেশ দাস সম্প্রতি তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছেন। তৃণমূলে থাকাকালীনও বাহুবলী নেতা অর্জুন সিং ঘনিষ্ঠ গণেশের সঙ্গে বারবার নীতিগত সংঘাত তৈরি হয়েছে পুর কর্তৃপক্ষের। সেই গণেশ দাসের ওয়ার্ড থেকে ভোটের মুখে 35টি পরিবারের তৃণমূলে চলে যাওয়ার ঘটনাকে বিজেপির ভাঙন বলেই ব্যাখ্যা রাজনৈতিক মহলের।