শুভম দাস, এইকাল নিউজ:
ভাটপাড়াবাসী তাঁকে সমর্থন করলে ভোটে জিতে স্থানীয় গোলঘর হাসপাতালকে মেডিক্যাল কলেজে উন্নীত করার উদ্যোগ নেবেন বলে প্রতিশ্রুতি দিলেন ভাটপাড়া বিধানসভা উপনির্বাচনের তৃণমূল প্রার্থী মদন মিত্র। রবিবার ভাটপাড়া প্রেমচাঁদ শতবার্ষিকী ভবনে দলীয় কর্মীসভায় একথা বলেন তিনি।এদিন দুপুরে ভাটপাড়া বিধানসভার উপ নির্বাচনে সর্ব ভারতীয় তৃণমূল কংগ্রেস প্রার্থী মদন মিত্রর সমর্থনে কর্মীসভার আয়োজন করেছিল ব্যারাকপুর মহকুমা তৃণমূল ছাত্র পরিষদ। এদিনের সভায় দলীয় প্রার্থী মদন মিত্র ছাড়াও উপস্থিত ছিলেন ভাটপাড়া পুরসভার উপ পুরপ্রধান সোমনাথ তালুকদার , ব্যারাকপুর সংসদীয় তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি অভিজিৎ দত্ত, সাধারণ সম্পাদক শুভাশিস হাজরা ও শুভম দাস, সহ সম্পাদিকা তুলিকা ঘোষ, ব্যারাকপুর ১পঞ্চায়েত সমিতির সদস্য সুব্রত দাস, ভাটপাড়া বিধানসভা তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি আশীস চৌবে-সহ কলেজ, টাউন, ব্লক ও বিধানসভার ছাত্র পরিষদের নেতৃত্ব।
এদিনের সভায় মদন মিত্র ভাটপাড়া গোলঘর হাসপাতালকে মেডিক্যাল কলেজ হাসপাটাল হিসেবে গড়ে তোলার কথা বলেন। প্রচুর সংখ্যক ছাত্রছাত্রী এই সভায় উপস্থিত হয়েছিলেন।