মাধ্যমিক পরীক্ষায় এবার রাজ্যে সপ্তম স্থান দখল করল বেদিভবনের সপ্তর্ষি দত্ত। বেদিভবন রবিতীর্থ বিদ্যায়লের ছাত্র সপ্তর্ষি। তার প্রাপ্ত নম্বর 684।কল্যাণীর সগুনা ডেঙ্গুল পড়ার বাসিন্দা সুভাষচন্দ্র দত্ত ও মল্লিকা দত্তের একমাত্র পুত্র সপ্তর্ষি। স্বাভাবিকভাবেই ছেলের কৃতিত্বে খুশি উপচে পড়ছে পরিবারে। পাড়ার ছেলের সাফল্যে গর্বিত প্রতিবেশীরাও।তার এই সাফল্যের পেছনে বাবা-মার বিপুল অবদানের কথা জানাল সপ্তর্ষি। তবে স্কুলের অবদানকেও লঘু করতে নারাজ সে। সপ্তর্ষি জানিয়েঠছ, রবিতীর্থ একটি শিক্ষা তীর্থ। এখানে সত্যিকারের মানুষ গড়ে তোলা হয়।বাবা সুভাষ চন্দ্র দত্ত ব্যাবসায়ী ও মা মল্লিকা দত্ত কাঁচরাপাড়া রেলওয়ে হাসপাতালের নার্স। মল্লিকা দেবী ছেলের এই সাফল্যের সিংহভাগ কৃতিত্বটাই দিলেন ছেলেকেই। এইকালকে তিনি জানালেন, ‘শিফটিং ডিউটি করতে হয়। তাই ছেলের দিকে সেভাবে নজর দিতে পারিনি, যদি ছেলেকে সময় দিতে পারতাম তাহলে ও আরও অনেক বড় সাফল্য পেতে পারত।’সপ্তর্ষি আগামীতে অঙ্ক নিয়ে পড়তে চায় বলে জানিয়েছে। কৃতি ছাত্রের সাফল্যে বেদিভাবন রবিতীর্থ বিদ্যালয়ে খুশির হাওয়া। বিদ্যালয়ের শিক্ষক শেখর বর্মন জানালেন, মাইনর ওয়ান থেকে সপ্তর্ষি তাদের স্কুলেরই ছাত্র। ছোট থেকেই ও ভীষণ ভালো ছাত্র বলেই জানান শেখরবাবু।