এইকাল নিউজ: মুকুল-শুভ্রাংশুর জোড়া ফলায় ভর করে এবার ব্যারাকপুর লোকসভায় আরও শক্তিশালী হতে চলেছে বিজেপি। সূত্রের খবর, কাঁচরাপাড়ার এই দুই ভূমিপুত্রের হাত ধরেই তৃণমূল ছাড়তে চলেছেন কাঁচরাপাড়া, হালিশহর, নৈহাটি ও ভাটপাড়া পুরসভার সিংহভাগ কাউন্সিলর। সব ঠিকঠাক থাকলে মঙ্গলবার দিল্লিতে তাঁদের সঙ্গে নিয়েই পদ্ম শিবিরে যোগ দেওয়ার কথা তৃণমূলের ‘সাসপেন্ডেড’ বিধায়ক শুভ্রাংশুর। স্বাভাবিক ভাবেই দিল্লি থেকে ফিরে এসে এই চার পুরসভার কাউন্সিলরদের অনাস্থা এনে পুরবোর্ড ভাঙার প্রক্রিয়ায় অংশ নেওয়া কেবলই সময়ের অপেক্ষা। শুধু এই চার পুরসভাই নয়, বিজেপি সূত্রে জানা গিয়েছে, শীঘ্রই ভাঙতে চলেছে উত্তর ব্যারাকপুর, ব্যারাকপুর, গারুলিয়া পুরসভাও। তাছাড়া শুভ্রাংশুর হাত ধরে নদিয়ার আরও বেশ কয়েকটি পুরসভারও গৈরিকীকরণ হতে পারে বলে শোনা যাচ্ছে।
দলে দীর্ঘদিন কোণঠাসা থাকার পর বাবা মুকুল রায় তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিতেই অগ্নিপরীক্ষার মুখে পড়েন শুভ্রাংশু। কখনও প্রকাশ্য সভা-সমাবেশে মঞ্চে শুভ্রাংশুকে পাশে বসিয়েই মুকুল রায়কে অকথ্য ভাষায় আক্রমণ করেছেন তৃণমূল জেলা ও রাজ্য নেতৃত্ব। আবার কখনও একাধিক দলীয় কর্মসূচিতে ব্রাত্য করে রাখা হয়েছে শুভ্রাংশুকে। তবুও দল ও দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি আনুগত্যে অবিচল থেকেছেন শুভ্রাংশু। কিন্তু সেই দলনেত্রীই যখন লোকসভা ভোটের দু’দিন আগে শুভ্রাংশুকে ‘গদ্দারের ছেলে’ আখ্যা দিলেন তখন ধৈর্যের বাঁধ ভাঙল। তবুও ভোটে দলের হয়েই মাটি কামড়ে কাজ করেছেন শুভ্রাংশু। বীজপুরে দলের ভরাডুবির দায় নিজের কাঁধে তুলে নিলেও পরিসংখ্যান বলছে, তাঁর দায়িত্বে থাকা কাঁচরাপাড়া এলাকায় সামান্য হলেও লিড পেয়েছেন তৃণমূল প্রার্থী দীনেশ ত্রিবেদী। কিন্তু বীজপুর বিধানসভার হালিশহর ব্যাপকভাবে পিছনে ফেলে দিয়েছে তৃণমূলকে। এত কিছুর পরেও নিজের কাঁধে দায় নিয়ে সাংবাদিক বৈঠকে দলনেত্রীর ‘গদ্দারের ছেলে’ সম্বোধনে আহত হওয়ার কথা জানানোর পরই তৃণমূল দলবিরোধী কাজের অভিযোগে তাঁকে ছ’বছরের জন্য সাসপেন্ড করায় শুভ্রাংশু অনুগামীদের ক্ষোভের আগুনে ঘি পড়ে। ঘটনার প্রতিবাদে এলাকার তৃণমূলন্থী সিংহভাগ ক্লাব রাতারাতি ঘাসফুল শিবির ছাড়ার সিদ্ধান্ত নেয়। এমনকী, তৃণমূল কার্যালয়গুলিতেও জায়গা করে নেয় পদ্ম-পতাকা। আর এরই প্রতিফলন এবার ঘটতে চলেছে এলাকার পুরসভাগুলিতেও।
গত দু’দিনে কাঁচরাপাড়ার 6 নম্বর ঘটক রোডে, রায়বাড়ির সামনে উপচে পড়েছে ভিড়। বাবা-ছেলের সঙ্গে দেখা করে পাশে থাকার বার্তা দিয়েছেন একদা তৃণমূলের সেকেন্ড ইন কম্যান্ড মুকুল রায়ের হাত ধরে রাজনীতিতে উঠে আসা ও পরবর্তীতে শুভ্রাংশুর নেতৃত্বে সংগঠনে জায়গা করে নেওয়া ঘাসফুলের নেতা-কর্মীরা। সূত্রের খবর, ছেলে শুভ্রাংশু-সহ বিপুল সংখ্যক কর্মী-সমর্থক মুকুল রায়ের হাত ধরে মঙ্গলবারই দিল্লিতে পদ্ম শিবিরে আনুষ্ঠানিক ভাবে যোগদান করতে চলেছেন। রাজনৈতিক মহলের মতে, এভাবেই বাংলায় বিজেপির সংগঠনকে ঢেলে সাজানোর দায়িত্ব পাওয়ার পর মুকুল রায় প্রমাণ করতে চলেছেন আজও তিনিই ‘বঙ্গেশ্বর’।