Breaking
11 Apr 2025, Fri

ঘরছাড়া দলীয় কর্মীদের ঘরে ফেরাতে নৈহাটিতে মমতা

এইকাল নিউজ:

Advertisement
‘বিজেপির সন্ত্রাসে’ ঘরছাড়া দলীয় কর্মীদের ঘরে ফেরাতে এবার আসরে খোদ তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার নৈহাটি থেকেই এই প্রতিবাদ আন্দোলনের সূচনা করতে চলেছেন তিনি। সূত্রের খবর, পুরসভার সামনে ধরনায় বসতে চলেছেন মমতা। পাশাপাশি নৈহাটি ও সংলগ্ন ভাটপাড়ার বিভিন্ন এলাকায় ‘নির্যাতিত’ তৃণমৃল কর্মীদের বাড়িতেও যাবেন দলনেত্রী।
বিধানসভার উপনির্বাচন ঘিরে অগ্নিগর্ভ চেহারা নিয়েছিল ভাটপাড়া। যা আজও অব্যাহত। অন্যদিকে, ভোটের ফল ঘোষণার পর থেকেই উত্তপ্ত হয়ে ওঠে নৈহাটি। এলাকার একাধিক তৃণমূল কার্যালয় দখল করে নেওয়ার অভিযোগ ওঠে বিজেপির বিরুদ্ধে। চলে তৃণমূল সমর্থকদের বাড়ি, দোকান ও তৃণমূল কার্যালয় ভাঙচুর, অগ্নি সংযোগের ঘটনাও। শুধু তাই নয়, নির্বাচনী ফলাফলের পরদিন, 24 মে নৈহাটি স্টেশন সংলগ্ন শহর তৃণমূল কংগ্রেস কার্যালয়ে চলে দুস্কৃতী তাণ্ডব। জ্বালিয়ে দেওয়া হয় পাঁচটি মোটর বাইক। সেই ঘটনার ছবি ও ভিডিও ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়। যার ফলে আতঙ্ক ছড়ায়। ভোট পরবর্তী হিংসার মধ্যেই শুরু হয় দলবদলের হিড়িক।
মঙ্গলবার দিল্লিতে 31 আসন বিশিষ্ট নৈহাটি পুরসভার 29 জন কাউন্সিলরই পদ্ম শিবিরে যোগ দিয়েছেন বলে দাবি বিজেপির। যদিও বিজেপির দাবি করা সংখ্যায় জল রয়েছে বলে পালটা দাবি নৈহাটির তৃণমূল নেতৃত্বের। এদিকে, ভোট পরবর্তী হিংসার ঘটনায় আতঙ্কে এলাকাছাড়া খোদ নৈহাটির পুরপ্রধান তথা নৈহাটি শহর তৃণমূল সভাপতি অশোক চট্টোপাধ্যায়-সহ অনেকে। বুধবার বিধায়ক পার্থ ভৌমিক ও পুরপ্রধান অশোক চট্টোপাধ্যায় কলকাতায় পুরমন্ত্রী তথা রাজ্য পুরদলের সভাপতি ফিরহাদ হাকিমের সঙ্গে দেখাও করেন। এরপরই বৃহস্পতিবার নৈহাটিতে আসার ঘোষণা করেন মমতা।
উল্লেখ্য, বিশেষজ্ঞ মহলের মতে, আন্দোলনই তাঁকে তৈরি করেছে৷ আন্দোলনই তাঁকে করে তুলেছে জননেত্রী থেকে মুখ্যমন্ত্রী৷ আর দলের সংকটকালে সেই আন্দোলন অস্ত্রেই শান দিচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ রাজনীতির ময়দানে বহু অভিজ্ঞতাসম্পন্ন মমতা বন্দ্যোপাধ্যায় বেশ বুঝেছেন, তিনি ফের আসরে নেমে আক্রান্তদের পাশে না দাঁড়ালে সংগঠন ধরে রাখা মুশকিল৷ তাই তিনি আজ দলীয় কর্মীদের সঙ্কট মুহূর্তে রাজ্যপাট ছেড়ে রাজপথে নেমেই পাশে থাকার বার্তা দিতে চান। যার সূচনা বৃহস্পতিবার নৈহাটি থেকেই।

Developed by