এইকাল নিউজ: ভাটপাড়া ও নৈহাটিতে মুখ্যমন্ত্রীর কনভয় আটকানো ও বেআইনি জমায়েতের জেরে গ্রেফতার হল ১০ জন। ৩০ মে, বৃহস্পতিবার নৈহাটিতে বিক্ষোভ কর্মসূচিতে যোগ দেওয়ার জন্য যাচ্ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। উদ্দশ্য ছিল ভোটের পর হিংসায় ঘর ছাড়াছাদের ঘরে ফিরিয়ে আনা। পথে তাঁর কনভয় দুটি জায়গায় দাঁড়িয়ে যায় । যেখানে নেমে তিনি ঘড়ছাড়াদের সঙ্গে কথা বলতে যান। সেই সময়ই রাস্তার পাশে দাঁড়ানো কয়েকজন ‘জয় শ্রীরাম’ স্লোগান দিতে থাকেন। মুহূর্তে ক্ষোভে ফুঁসে ওঠেন মমতা।এরপরই বৃহস্পতিবার রাতে ভাটপাড়াসহ গোটা এলাকা জুড়ে তল্লাশি চালাতে থাকে পুলিশ। রাতেই ১০ জনকে গ্রেফতার করা হয়। শুক্রবার ধৃতদের ব্যারাকপুর আদালতে তোলা হচ্ছে। ধৃতদের বিরুদ্ধে মুখ্যমন্ত্রীর কনভয় আটকানো, বেআইনি জমায়েত সহ একাধিক অভিযোগ রয়েছে। প্রশাসনসূত্রে জানাগেছে এলাকার উপর কড়া নজরদারি জারি আছে।