এইকাল নিউজ:
নবীন প্রতিভার সন্ধানে নতুন উদ্যোগে নামল লালন আকাদেমি।”সম্ভাবনা” শীর্ষক এই অনুষ্ঠানে বেছে নেওয়া হল আকাদেমির এবছরের মুখ চৈতী দেবকে।একের পর এক ১২টি গানে দর্শকদের মুগ্ধ করেন হালিশহরের মেয়ে চৈতী। নৈহাটি ঐকতান এ সমরেশ বসু সভাকক্ষে ১৫ জুন সন্ধ্যায় দর্শক শ্রোতারা আবিষ্ট হন এই নতুন প্রতিভার গানে।শুরু করেন রাগ-ইমন দিয়ে, তারপর দাদরা,গজল ও একে একে আধুনিক,রবীন্দ্র সংগীত,শ্যামা সংগীত,নজরুল গীতি,লোকগান। এতগুলি গান পারদর্শিতার সঙ্গে পেশ করেন চৈতী।এদিন অনুষ্ঠানের শুরুতে চৈতী ছোট থেকে আজ অবধি যাদের কাছে তালিম নিয়েছেন সবাইকে সম্মান জানানো হয় লালন আকাদেমির পক্ষ থেকে।সকলেই ওর সম্ভাবনার কথা স্বীকার করেন এবং ওর যে বহুদূর এগোনো উচিত সে বিষয়েও জোর দেন।কাছে ও দূর থেকে আসা দর্শকদের সামনে লালন আকাদেমির পক্ষ থেকে তাপসী রায়চৌধুরী বলেন এই ধরনের উদ্যোগ তারা প্রতি বছর নেওয়ার চেষ্টা করবেন।বড় মঞ্চে কাজ করার সাহস জোগানোর পাশাপাশি এইসব নবীন শিল্পী’র প্রতিভাও দর্শকদের সেতু বন্ধনের কাজটা লালন আকাদেমি আবারও করবে বলে জোর দেন তিনি।এদিন দর্শক আসন ছিল পরিপূর্ণ।এক অদ্ভুত সুন্দর সন্ধ্যা কাটালাম,এই ছিল দর্শকদের প্রতিক্রিয়া ।