Breaking
11 Apr 2025, Fri

সিপিএমের পার্টি অফিস ভাঙচুর

রঞ্জন ভট্টাচার্য, এইকাল নিউজ:বুধ বার ভোরের দিকে গয়েশপুরে সিপিএম পার্টি অফিসেরা শাহিদ বেদি ভাঙা হয়, পাশেই বাঁশে টানানো দলের পতাকা ছিঁড়ে ও বাঁশটি ফেলে দেওয়া হয়
ভোরের আলো ফুটেতেই এই ঘটনা সকলের চোখে নজরে আসে l এতেই
প্রবল চাঞ্চল্য ছাড়ায় গোটা গয়েশপুরে l অভিযোগ, ওই অঞ্চলের শঙ্কর সাহা নামে এক ব্যাক্তি এই ঘটনাটি ঘটায় l পরে, ওই অঞ্চলের লক্ষ্মীর মোরে সিপির একটি শাহিদ বেদি ভাঙতে গেলে ওই অঞ্চলের সাধারণ মানুষ
তারা করে দুষ্কৃতীকে l
সাধারণ মানুষ ধরে তাকে পুলিশের হাতে তুলে দেয় l এব্যাপারে সিপিএমের গয়েশপুর এরিয়া কমিটির সম্পাদক গোপাল চক্রবর্তী জানান, এই ব্যাক্তি এর আগেও কয়েক বার এইখানেই দলের পতাকার দড়ি কেটে দিয়েছিলl তিনি অভিযোগ করে বলেন, এই ঘটনার পেছনে বড় মাথা কাজ করছে l যারা এই ভ্যান চালক শঙ্কর সাহাকে দিয়ে বারবার এই ঘটনাগুলি ঘটাচ্ছে l

Developed by