শুভম দাস, এইকাল নিউজ :
স্কুল শিক্ষক শিক্ষিকাদের প্রাইভেট টিউশন বন্ধ করার দাবী জানিয়ে আজ উত্তর ২৪ পরগণা জেলার শ্যামনগর কান্তি চন্দ্র হাই স্কুলে ডেপুটেশন জমা দিল ওয়েস্ট বেঙ্গল প্রাইভেট টিউটর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন। শ্যামনগর-ইছাপুর ইউনিটের পক্ষ থেকে মঙ্গলবার দুপুর ১টায় এই সংগঠনের বহু সদস্য সদস্যা তাঁদের দাবী জানিয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষকের কাছে স্মারকলিপি তুলে দেন। এই কর্মসূচীকে কেন্দ্র করে উপস্থিত ছিলেন ওয়েস্ট বেঙ্গল প্রাইভেট টিউটর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের রাজ্য যুগ্ম সম্পাদক পার্থ প্রতীম চট্টোপাধ্যায়, ইউনিট সভাপতি গৌতম মণ্ডল, সম্পাদক কমল চৌধুরী, সহ সম্পাদক তনয় মৈত্র, বরুন শীল এবং কো-অর্ডিনেটর তথা মিডিয়া ম্যানেজার তন্ময় চট্টোপাধ্যায়। এদিন পার্থ বাবু জানান, “ বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারা যেভাবে আইনকে বুড়ো আঙুল দেখিয়ে ছাত্রছাত্রীদের প্রাইভেট টিউশন পড়াচ্ছেন এই বিষয়টি বন্ধ করার জন্য বিদ্যালয়ের প্রধান শিক্ষককে জানানো হয়েছে এবং আগামী দিনে বিভিন্ন বিদ্যালয়গুলিতে এই কর্মসূচী নেওয়া হবে।” শিক্ষক তন্ময় চট্টোপাধ্যায় বলেন, “ স্কুল শিক্ষকগন স্কুলের শিক্ষকতার পাশাপাশি যে বেআইনিভাবে প্রাইভেট টিউশন পড়িয়ে চলেছেন তার বিরুদ্ধেই ডেপুটেশন। রাজ্য সরকার সহ উচ্চ আদালত রায় দিলেও তা মানছেন না স্কুল শিক্ষকগন। এর পাশাপাশি তিনি অভিযোগ করেন, ছাত্র-ছাত্রীদেরকে প্রজেক্ট এবং প্রাক্টিক্যাল এর বাড়তি নাম্বার দেওয়া হবে এই লোভ দেখিয়ে স্কুলের শিক্ষকেরা তাঁদের কাছে পড়তে বাধ্য করেন”। অবিলম্বে স্কুল শিক্ষকদের গৃহ শিক্ষকতা বন্ধ না হলে আগামীদিন বৃহত্তর কর্মসূচী নেওয়ার কথাও জানান।