Breaking
11 Apr 2025, Fri

নৈহাটির একাধিক দুর্গা পুজো উদ্বোধনে স্বাস্থ্য দপ্তরের প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য

শুভম দাস, এইকাল নিউজ : বিগত বছরের মতো এবারেও পুজোর উদ্বোধন শুরু হয়ে গেছে। চতুর্থীর সন্ধ্যায় নৈহাটির বেশকিছু পুজোর শুভ সূচনা হল পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য দপ্তরের প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যের উপস্থিতিতে। সন্ধ্যা থেকেই প্রদীপ প্রজ্বলনের মধ্যে দিয়ে শতবর্ষে শাস্ত্রীপাড়া স্পোর্টিং ক্লাবের “শাস্ত্রীর আলোকে শাস্ত্র”, নৈহাটি বিশ্বস্বরুপ ক্লাবের ৫২ তম বর্ষের “পুরুলিয়া রাজবাড়ী”, ত্রিপর্ণ পরিচালিত বাগমোড় ও বলাকা শিশু মহলের সার্ব্বজনীন দুর্গোৎসব সহ একাধিক দুর্গা পুজোর দ্বারোদঘাটন করেন। এদিনের এই উদ্বোধনী অনুষ্ঠানের মধ্যে দিয়ে প্রতিবন্ধীদের হাতে সার্টিফিকেট প্রদান করেন পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য দপ্তরের প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ বিধানসভার পরিষদীয় সচিব পার্থ ভৌমিক, রাজ্য তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি তৃণাঙ্কুর ভট্টাচার্য, হালিশহরের পৌরপ্রধান অংশুমান রায়, সুবোধ অধিকারি, সনত দে, পার্থ দাশগুপ্ত ও এলাকার বহু বিশিষ্ট ব্যাক্তিত্ব সহ ক্লাব কমিটির সদস্যগণ।

Developed by