Breaking
11 Apr 2025, Fri

নৈহাটি অরবিন্দ রোডে মহাষষ্ঠির পুণ্যলগ্নে দুঃস্থ শিশুদের বস্ত্র বিতরণ করল নৈহাটি ওয়েলফেয়ার সোসাইটি

শুভম দাস, এইকাল নিউজ : শুক্রবার মহাষষ্ঠির পুণ্যলগ্নে নৈহাটি অরবিন্দ রোডের কালীগঙ্গা মোড়ে নৈহাটি ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে এক বিরাট বস্ত্রদান কর্মসূচী নেওয়া হয়। সকাল ১০টা থেকে বেলা ১২টা প্রায় দু’ঘন্টা পর্যন্ত চলে এই কর্মসূচী। শতাধিক দুঃস্থ অসহায় শিশুদের হাতে নতুন বস্ত্র তুলে দেওয়া হয় । এদিনের এই মহৎ কর্মসূচীর সূচনা করেন আইএমএ সভাপতি ডঃ শ্যামল চ্যাটার্জী। উপস্থিত ছিলেন সঙ্গীত শিল্পী তাপস চ্যাটার্জী, ডঃ গুরুদাস দাশগুপ্ত, শিক্ষক বিধান বাবু ও সুব্রত বনিক সহ আরো অনেক বিশিষ্ট ব্যক্তিবর্গ। বস্ত্রদান করেন নাট্যকার নারায়ন দত্ত, অধ্যাপক বিপ্লব সাহা, শুভম দাস সহ এই সংস্থার অনেকেই। এই মহৎ কর্মসূচী পালনে উদ্যোক্তা বাবুল সরকারের সাথে বিশেষভাবে সহযোগিতা করেন ওয়েলফেয়ার সোসাইটির সদস্য বিভাস ঘোষ, মহাদেব রায়, বরুন নাথ, সুবীর সাহা ও সদস্যা শিপ্রা সরকার, রাবেয়া খাতুন, সুপ্রিয়া সাহা, সবিতা কুন্ডু, রুমকী মুখার্জী সহ অন্যান্য সদস্যরাও। সমগ্র অনুষ্ঠানটির উদ্যোক্তা ও সঞ্চালনা করেন বাবুল সরকার এবং এই সংস্থার পক্ষ থেকে বিভিন্ন জায়গায় আরও নানাধরনের কর্মসূচী নেওয়া হবে বলে জানান তিনি।

Developed by