Breaking
11 Apr 2025, Fri

কাঁচরাপাড়া বাগমোর গীতা আবাসনের দূর্গা পূজো কমিটির উদ্যোগে পুস্তক বিতরণ করা হল দুস্থদের মধ্যে

এইকাল নিউজ: চারিদিকে পুজোর জমজমাট আবহাওয়া । কাঁচরাপাড়া বাগমোরের ” গীতা আবাসন” এর পুজো এবার চতুর্থ বর্ষে পড়লো। বিশিষ্ট সমাজ সেবিকা সোনালী সিংহ রায় এর উপস্থিতিতে দুঃস্থ ছাত্রছাত্রীদের পুস্তক বিতরণ করা হল মহা ষষ্ঠীর পুণ্যলগ্নে। আবাসনের বাসিন্দাদের সাথে নিজের পুজোর আনন্দ ভাগ করে নেওয়ার সময় তিনি আপ্লুত হয়ে পড়েন।

এছাড়াও ” আরোহণ” এর বিশিষ্ট কৃতী শিল্পীরা একটি অসাধারণ সঙ্গীত অনুষ্ঠান পরিবেশন করেন। রাজেশ্বরী দত্ত সাহা, স্বাগতা মল্লিক, রিঙ্কু বিশ্বাস, দেবনিষ্ঠা জানা, শুভ্রাংশু মৈএ, কৌশিক দেবনাথ এবং ডাঃ বেনু গোপাল সরকার এর সঙ্গীতে অনুষ্ঠানটি সকলের মন ছুঁয়ে যায়।
আবাসনের বাসিন্দাদের পক্ষ থেকে সজল পাল, কাজল কোলে, দীপঙ্কর দাস, দর্পন সাহা এবং বাপ্পা সাহা তাদের সম্বর্ধনা দেন।

Developed by