Breaking
11 Apr 2025, Fri

ছট পুজোর ব্যবস্থাপনায় তৎপর নৈহাটি পুরসভা ও প্রশাসন

এস দাস, নৈহাটি, এইকাল নিউজ : ছট পূজা উপলক্ষে শুরু হয়ে গেল গঙ্গার ঘাটে ছট পূজা ও আরাধনা। নৈহাটি গয়ালাপাড়া ঘাটে পূজার প্রথম দিন আজ বিকেলে পূজা করা হলো। কালীপূজোর পর থেকেই নৈহাটির বিভিন্ন ঘাটগুলিতে নির্মল বাংলা অভিযানের মধ্যে দিয়ে গোটা শহরজুড়ে শুরু হয়েছিল ছট পূজার প্রস্তুতি। ঘাটগুলিকে ফুল ও আলোয় সজ্জিত করা হয়েছিল। ছট পূজা উপলক্ষে গঙ্গার ঘাটে ঘাটে পুণ্যার্থীদের ভিড় ছিল চোখে পড়ার মত। আগামীকাল সকালে রয়েছে দ্বিতীয় দিনের পূজা। ছটপুজোর আয়োজনে নৈহাটি পুরসভা এবছর অত্যন্ত তৎপর। গয়ালাপাড়া ঘাটে নৈহাটি পুরসভা ও গৌরীপুর নাগরিক বৃন্দ’র পক্ষ থেকে একটি মঞ্চ করা হয়েছিল। পাশাপাশি খাওয়ার জলের ব্যবস্থা, শৌচালয়, ওষুধপত্রের ব্যবস্থা, এবং প্রশাসনিক নিরাপত্তা ব্যবস্থাও ছিল প্রত্যেক ঘাটে।

Developed by