Breaking
11 Apr 2025, Fri

কুড়ি বছরের অনুষ্ঠানে চাঁদের হাট এইকাল-এর মঞ্চ

বিউটি নাথ, এইকাল নিউজ:

Advertisement
শ্যামল মিত্র সংগীত সম্মান’, ‘জীবনকৃতি সম্মান’ ও ‘কর্মবীর সম্মান’ প্রদান, কবিতার বই প্রকাশ ও নানা সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে স্মরণীয় হয়ে রইল ‘এইকাল’ পত্রিকার কুড়ি বছর পূর্তি উৎসব।
গত 30 নভেম্বর সন্ধ্যায় নৈহাটির ঐকতান মঞ্চে পালিত হল নৈহাটি থেকে প্রকাশিত সাপ্তাহিক পত্রিকা ‘এইকাল’ পত্রিকার এই কুড়ি বছর উদযাপন অনুষ্ঠান। মঞ্চে ছিলেন সাধারণ প্রশাসন, পুলিশ প্রশাসন ও পুর প্রশাসনের কর্তাব্যক্তি থেকে শুরু করে পরিষদীয় জনপ্রতিনিধিরা, আমাদের জীবন গড়ার কারিগররা, সংবাদ মাধ্যমের পথিকৃৎরা এবং সমাজের বিভিন্ন ক্ষেত্রের গুণীজনেরা।

কানায় কানায় পূর্ণ প্রেক্ষাগৃহে নৈহাটির ভূমিপুত্র সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে স্মরণ করে হালিশহর ছান্দসিক ডান্স অ্যাকাডেমির বন্দেমাতরম নৃত্যের মাধ্যমে হয় অনুষ্ঠান এর উদ্বোধন। এই মঞ্চ থেকেই সম্মান জানানো হয় নৈহাটির আর এক ভূমিপুত্র সংগীতশিল্পী শ্যামল মিত্রকে ।এইকাল শ্যামল মিত্র সংগীত সম্মান তুলে দেওয়া হয় এলাকারই কৃতী সন্তান বিশিষ্ট সংগীতশিল্পী রাঘব চট্টোপাধ্যায়ের হাতে । আর এই সম্মান যিনি তুলে দিলেন, নৈহাটির সঙ্গে তাঁরও রয়েছে শিকড়ের টান। তিনি সংগীত জগতের আরও এক বিশিষ্ট নক্ষত্র, শ্যামলপুত্র সৈকত মিত্র ।

এইকাল-এর মঞ্চ থেকেই স্ব স্ব ক্ষেত্রে প্রতিষ্ঠিত 20 জন দিকপাল ব্যক্তিত্বকে সংবর্ধিত করা হয় জীবনকৃতি সম্মান-এ। এই তালিকায় যেমন ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ, তেমনই ছিলেন চিকিৎসক, সাহিত্যিক, সমাজসেবী ও দিকপাল সাংবাদিকরা। সম্মান প্রাপকদের মধ্যে ছিলেন সাহিত্যিক স্বপ্নময় চক্রবর্তী, শিক্ষাবিদ ড. রতনকুমার নন্দী, ড. রবীন মুখোপাধ্যায়, অতুলচন্দ্র দে, অপূর্বনাথ ঘোষ, অসিত দে সরকার, সাংবাদিক শম্ভু সেন, সুকুমার মিত্র, উদয় বসু, স্বপন দাস, চিকিৎসক তপনকুমার মৈত্র, সংগীতজ্ঞ শুভেন্দু মাইতি, সমাজসেবী পরেশ সরকার প্রমুখ।
জনসেবায় নিয়োজিত বিশিষ্টদের প্রদান করা হয় এইকাল কর্মবীর সম্মান । পুলিশ ও প্রশাসনের বিভিন্ন আধিকারিক ছাড়াও এই সম্মান তুলে দেওয়া হয় জনপ্রতিনিধিদের হাতে । এ ছাড়াও বিভিন্ন ক্ষেত্রে বিশিষ্টদের সংবর্ধিত করা হয় এইকাল স্মারক সম্মানে । সংবর্ধিত করা হয় অনুষ্ঠানে অংশগ্রহণকারী কলা-কুশলী ও বিভিন্ন প্রতিষ্ঠানকেও।

উদ্বোধনী নৃত্যের পর প্রদীপ প্রজ্জ্বলন করে অনুষ্ঠানের সূচনা করেন বিশিষ্ট স্বাধীনতা সংগ্রামী দ্বিজেন ঘোষের স্ত্রী তথা বর্ষীয়ান শিক্ষাবিদ হিমানী ঘোষ । তাঁকে সহযোগিতা করেন নৈহাটির পুরপ্রধান অশোক চট্টোপাধ্যায়, সাহিত্যিক স্বপ্নময় চক্রবর্তী, বঙ্গীয় সাহিত্য পরিষদের সম্পাদক তথা বঙ্কিম ভবন গবেষণা কেন্দ্রের অধ্যক্ষ ড. রতন নন্দী, কল্যাণী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক (ড.) উদয়ভানু ভট্টাচার্য, কাউন্সিলর সন্দীপ রায়, শিক্ষাবিদ ড. রবীন মুখোপাধ্যায় , সাংবাদিক শম্ভু সেন, সুকুমার মিত্র, উদয় বসু, স্বপন দাস, সংগীতজ্ঞ শুভেন্দু মাইতি, চিকিৎসক তপনকুমার মৈত্র, এইকাল-এর সম্পাদক শোভনলাল রাহা, প্রকাশক সুশ্বেতা ভট্টাচার্য, প্রাক্তন সম্পাদক সৌরভ দত্ত প্রমুখ।

বিশেষ অতিথির আসন অলঙ্কৃত করেছিলেন ব্যারাকপুরের মহকুমাশাসক আবুল কালাম আজাদ ইসলাম, স্থানীয় বিডিও তুহিনকান্তি ঘোষ, বিধায়ক পার্থ ভৌমিক, হালিশহর ও নৈহাটি পূর্ব চক্রের অবর বিদ্যালয় পরিদর্শক অনন্যা মণ্ডল প্রমুখ।

মঞ্চে পুলিশ-কবি সুমিত বৈদ্যের কবিতার বই ‘যাত্রী’ প্রকাশিত হয়। সমগ্র অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন জয়শ্রী দে সরকার ও রাকেশ ভট্টাচার্য ।
অনুষ্ঠানে প্রধান অতিথি সৈকত মিত্রকে এইকাল স্মারক সম্মানে সংবর্ধিত করেন শোভনলাল রাহা, সুশ্বেতা ভট্টাচার্য ও বিশিষ্ট সংগীত শিল্পী নূতন ভৌমিক।

সেন্ট লুকস ডে স্কুল, মৌমেলা মডেল স্কুল, দেবক বীণাপানি অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়, দোগাছিয়া বিদ্যার্থী ভবন এফপি স্কুল, ঝুমুর কাল কেন্দ্র, আরঙ্গম, বিলীনের নৃত্যানুষ্ঠান নজর কাড়ে। সংগীতে মাতিয়েছেন নূতন ভৌমিক, রঞ্জনা বাচস্পতি, প্রসেনজিৎ লাহিড়ী, শিবাঙ্গী ঘোষ, মৌমিতা দেবনাথ ও রুমিতা ভট্টাচার্য।

রাঘব চেট্টাপাধ্যায়কে পাশে নিয়ে সৈকত মিত্রের কণ্ঠে ‘চাঁদ কেন আসে না আমার ঘরে’ গানটির অনবদ্য উপস্থাপনা অনুষ্ঠানে অন্য মাত্রা জুড়েছে।

Developed by