শোভনলাল রাহা, এইকাল নিউজ:
নিজের O নেগিটিভ রক্ত দিয়ে মুমূর্ষু রোগীকে বাঁচালেন ঘোলা থানার বড়বাবু পুলিশ ইন্সপেক্টর বিশ্ববন্ধু চট্টরাজ। সম্প্রতি এই ব্যাতিক্রমী পুলিশ অফিসারকে ‘এইকাল কর্মবীর’ সম্মানে ভূষিত করা হয়।গত বুধবার 8 জানুয়ারি প্রসব যন্ত্রনা নিয়ে ব্যারাকপুর বি,এন,বোস হাসপাতালে ভর্তি হয়েছিলো বারাকপুর বাঁশবাগান এর বাসিন্দা পুজা প্রসাদ (২৩)।বৃহস্পতি বার বেলায় তিনি পুত্র সন্তান প্রসব করেন।এরপরই তার রক্ত ক্ষরন শুরু হয়।প্রয়োজন হয় দুই বোতল O নেগেটিভ রক্তের। ব্যারাকপুর বি,এন,বোস হাসপাতাল থেকে মুমূর্ষু পুজা কে এক বোতল রক্ত দিলেও আর এক বোতল রক্তের জরুরি প্রয়োজন হয়ে পরে।বহু জায়গায় খোঁজ খবর চালিয়ে ও কোন রক্তের সন্ধান পাওয়া যায় না। এরপরে বি,এন,বোস হাসপাতাল এর থেকে ফোনে খবর পাঠানো হয় ঘোলা থানার ওসি বিশ্ববন্ধু চট্টোরাজ কে। তড়িঘড়ি মুমূর্ষু রোগী কে রক্ত দিতে হবে বলে ছুটে আসেন বিশ্ববন্ধু বাবু।এরপরে ওই রোগি কে রক্ত দিয়ে তার সুস্থতা কামনা করে তাকে দেখে ও আসেন।
বিশ্ববন্ধু বাবুর এমন উপকারে খুশি মুমূর্ষু পুজা প্রসাদের পরিবার ও। পুলিশ এর দুরনাম শোনাযায় মাঝেমাঝেই। কিন্তু মানবিক পুলিশও আছে এই সমাজে। তার উজ্জ্বল প্রমান বিশ্ববন্ধু বাবু। বিশ্ববন্ধু বাবুর এই মানবিক কাজ এবং হাসপাতালের ডাকে সাড়া দিয়ে নেগেটিভ রক্ত দান করায় তাকে ফুল দিয়ে ধন্যবাদও জানান সুপার ডাঃ সুদিপ্ত ভট্টাচার্য। তিনি জানান,বিশ্ব বন্ধু বাবুর এই রক্ত না পাওয়া গেলে পুজা প্রসাদ কে বাচানো যেতো না।