Breaking
11 Apr 2025, Fri

নেতাজির জন্ম দিনে তাঁর স্মৃতিবিজড়িত নোয়াপাড়া থানার শ্রদ্ধাঞ্জলি সাড়া ফেলে দিল

শোভনলাল রাহা ও স্বপন কুমার দাস, এইকাল নিউজ:

আজ নেতাজী সুভাষ চন্দ্রের ১২৩ তম জন্মদিনে ব্যারাকপুর পুলিশ কমিশনারেট এর অন্তর্গত নোয়াপাড়া থানার উদ্যোগে নেতাজির প্রতি গভীর শ্রদ্ধাঞ্জলি এলাকাবাসীর কাছে তথা রাজ্যবাসীর কাছে নিদর্শন হয়ে রইল। এই নোয়াপাড়া থানাতেই ১৯৩১ সালের ১১অক্টোবর বিকেল পাঁচটার সময় জগদ্দল থানা এলাকার গোল ঘরে বঙ্গীয় পাট শ্রমিক সম্মেলনে যোগ দিতে এসেছিলেন নেতাজি সুভাষচন্দ্র বসু। কিন্তু ভীতসন্ত্রস্ত ব্রিটিশ পুলিশ নেতাজিকে সেই সভায় যোগদান করতে দিতে চায়নি কোনমতেই। তাদের ভয় ছিল নেতাজি সুভাষচন্দ্র বসু সেই সভাতে শ্রমিকদের উদ্দেশ্যে এমন কিছু দেশপ্রেম এর ভাষা বলতে পারে যাতে তারা দেশের প্রতি আরও শ্রদ্ধাশীল এবং আন্দোলনমুখী হয়ে উঠতে পারে। তাই নেতাজি সুভাষচন্দ্র বসুকে ব্রিটিশ পুলিশ আটক করে নিয়ে যায়। ব্রিটিশ সরকারের পুলিশ সেদিন ঘোষপাড়া রোড এর শ্যামনগর চৌরঙ্গী কালিবাড়ি মোড় থেকে নেতাজি সুভাষচন্দ্র বসুর পথ আটকে দেয়। তারপর তাকে আটক করে নিয়ে যায় স্থানীয় নোয়াপাড়া থানাতে। সেখানেই কয়েকঘন্টা তাকে আটকে রেখেছিল । স্বাধীনতার পর সেই ঐতিহাসিক ঘটনা এলাকার মানুষ ভোলেনি
তারা নেতাজি সুভাষচন্দ্র বসুর স্মৃতিটুকু সংরক্ষণের দাবি জানিয়েছিল বারবার। অবশেষে নেতাজি সুভাষচন্দ্র বসুর আগমন, তাকে আটক করে রাখা হয়েছিল যেখানে তা যথাযোগ্য মর্যাদার সংরক্ষণ করা হয়। এই নোয়াপাড়া থানাতে নেতাজি সুভাষচন্দ্র বসুকে যখন চলে যাবার অনুমতি দেওয়া হয়। সেদিন বিদায় নেবার আগে নেতাজি সুভাষচন্দ্র বসুকে স্বাগত জানিয়ে আতিথেয়তা নিদর্শনস্বরূপ চা পান করতে দেওয়া হয়েছিল । নেতাজির সেই ব্যবহৃত কাপ প্লেটটি আজও রয়েছে থানায়। এখন নেতাজির ব্যবহৃত কাপ প্লেট টি সুরক্ষিত রয়েছে বলে জানা যায়। নোয়াপাড়া থানার যে ঘরটির সঙ্গে নেতাজির স্মৃতি জড়িয়ে রয়েছে প্রতিবছরের মতো এবছরও বিশেষ উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে নেতাজীর জন্মদিন পালন করা হয়। শত শত মানুষ এদিন নেতাজীর প্রতি শ্রদ্ধা জানিয়ে যান।

পূর্বে জেলা পুলিশের অন্তর্গত হলেও বর্তমানে ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের আওতাধীন একটি গুরুত্বপূর্ণ থানা হলো নোয়াপাড়া থানা। এই থানা র গারুলিয়া এবং উত্তর ব্যারাকপুর পৌরসভা অঞ্চল এই থানার এক্তিয়ারভুক্ত অঞ্চল।
আজ নোয়াপাড়া থানা ও স্থানীয় মানুষজন ভারতমায়ের বীর সন্তান নেতাজি সুভাষচন্দ্র বসু ১২৩ তম জন্মবার্ষিকী উপলক্ষে প্রভাত ফেরি বের করে, তারপর পতাকা উত্তোলন নেতাজির প্রতিকৃতিতে ও আবক্ষ মূর্তিতে মাল্যদান করা হয়। এদিন নেতাজি স্মারক গ্রন্থাগার উদ্বোধন করা হয়। তাছাড়া এদিনের অনুষ্ঠান থেকে বিশেষ ভাবে সক্ষমদের উপহার দান করা হয় আবার রক্তদান ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

Developed by