Breaking
11 Apr 2025, Fri

নেতাজির জন্মদিনে ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের উদ্যোগে ক্রিকেট টুর্নামেন্ট নজর কাড়লেন মনসা,হিমাদ্রি,বিশ্ববন্ধু,অনুপ, ও সানি

শোভনলাল রাহা ও স্বপন কুমার দাস, এইকাল নিউজ

Advertisement
:
আজ নেতাজীর 123 তম জন্মদিনে ব্যারাকপুর মহকুমায় ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের উদ্যোগে তার প্রতি শ্রদ্ধা জানিয়ে নেতাজি সুভাষ কাপ নামে এক দিবসীয় ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করা হয়েছিল। এই প্রতিযোগিতায় জয়ী হয়েছে হেডকোয়ার্টার দল। এই দলটি প্রশাসনিক মহলে সিপি সাহেবের টিম বলেই পরিচিত।রানার্স আপ হয় Zone-II দল। 6th SAP এর মাঠে চারটে টিম নিয়ে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। Zone-I , Zone-II, Headquarters, Traffic এই চারটি টিম দুর্দান্ত খেলা উপহার দেয়। ফাইনাল ম্যাচটি জমে উঠেছিল। ম্যান অফ দ্যা টুর্নামেন্ট কনস্টেবল মনসা মাল। ঘোলা থানার আইসি বিশ্ববন্ধু চট্টরাজ ব্যক্তিগতভাবে 48 রান করে সর্বোচ্চ রান করার কৃতিত্ব অর্জন করেছেন। তার ব্যাটিং এ দিন উপস্থিত সকলের নজর কেড়েছিল ম্যাচে ।এই টুর্নামেন্টে উপস্থিত ছিলেন কমিশনার অফ পুলিশ, জয়েন্ট কমিশনার অফ পুলিশ হেডকোয়ার্টার সহ উচ্চপদস্থ পুলিশ আধিকারিক বৃন্দ সহ অন্যান্যরাও।সমগ্র টুর্নামেন্টে নজর কাড়লেন নিউ ব্যারাকপুর থানার ওসি হিমাদ্রি ডোগরা, নৈহাটির এসিপি সানি রাজ, ট্রাফিক কনস্টেবল অনুপ দাস ও ঘোলা থানার আইসি বিশ্ববন্ধু চট্টরাজ।

Developed by