Breaking
11 Apr 2025, Fri

হাজিনগরে জনসংযোগে ফ্রেন্ডশিপ টুর্নামেন্ট পুলিশের, গরিফা পুলিশ ফাঁড়িতে চালু মহিলা ব্যারাক

শোভনলাল রাহা,এইকাল নিউজ, 2 ফেব্রুয়ারি:

Advertisement
ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের অন্তর্গত নৈহাটি থানার গরিফা আউট পোস্টের পরিচালনায় অনুষ্ঠিত হল দু’দিন ব্যাপী চতুর্থ বর্ষ ফ্রেন্ডশিপ কাপ ক্রিকেট টুর্নামেন্ট 2020 । নৈহাটি থানা এলাকার 16টি ক্রিকেট টিম এই টুর্নামেন্টে অংশ নেয় । রবিবার টুর্নামেন্টের শেষ দিনে সেমিফাইনাল ও ফাইনাল অনুষ্ঠিত হয়। এদিনই ছিল সাংবাদিক একাদশ বনাম পুলিশ একাদশ প্রীতি ক্রিকেট ম্যাচ । অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্যারাকপুরের পুলিশ কমিশনার মনোজকুমার ভার্মা, যুগ্ম পুলিশ কমিশনার ব্যারাকপুর-এক তথা ব্যারাকপুরের গোয়েন্দা প্রধান অজয়কুমার ঠাকুর, ব্যারাকপুরের যুগ্ম পুলিশ কমিশনার ধ্রুবজ্যোতি দে, নৈহাটি থানার আইসি সুজিত ভট্টাচার্য, গরিফা আউট পোস্টের ওসি উত্তমকুমার সরকার প্রমুখ।

16 দলের এই ক্রিকেট টুর্নামেন্টে দোগাছিয়া সমাজ কল্যাণ সমিতি ও গরিফা আউট পোস্ট পুলিশ একাদশ ফাইনালে ওঠে । ফাইনালে জেতে গরিফা আউট পোস্টের পুলিশ একাদশ । অন্যদিকে, সাংবাদিক ও পুলিশ প্রীতি ক্রিকেট ম্যাচেও জয়ী হয় পুলিশ একাদশ । তবে 50 রান করে ম্যান অব দ্য ম্যাচ পুরস্কার জিতে নেন সাংবাদিক একাদশ-এর বিশিষ্ট সাংবাদিক অলোককুমার ঘোষ ।

এদিনই গরিফা আউট পোস্টের মহিলা ব্যারাকের দ্বার উদঘাটন করেন ব্যারাকপুরের পুলিশ কমিশনার মনোজকুমার ভার্মা । প্রসঙ্গত, কয়েক বছর আগেও গরিফা আউট পোষ্ট কর্যত ছিল একটি খণ্ডহর। ভগ্নপ্রায় এই আউট পোস্টের প্রথম ওসি তরুণ দেবনাথ ফাঁড়ি উন্নয়নের কাজে ব্রতী হন। তারপর তিনি বদলি হতেই তাঁরই ব্যাচমেট দক্ষ সাব ইনস্পেক্টর উত্তমকুমার সরকার উন্নয়নের কাণ্ডারীর ভূমিকা পালন করেন। ঢেলে সাজানো শুরু করেন পুলিশ ফাঁড়িকে। এই কাজে সারথীর মতোই তাঁকে সহযোগিতার হাত বাড়িয়ে দেন নৈহাটি থানার তৎকালীন আইসি শমিত ভট্টাচার্য ও পরবর্তী আইসি শুভ্রজিত মজুমদার এবং এসিপি স্বপন দত্ত।

এদিন এইকাল-এর পক্ষ থেকে ওই মঞ্চেই আয়োজিত হয় এক বর্ণাঢ্য সংবর্ধনা অনুষ্ঠান। সাপ্তাহিক সংবাদপত্র এইকাল-এর ২০ বছর উৎযাপন উপলক্ষে জীবনকৃতি সম্মান তুলে দেওয়া হয় যুগ্ম পুলিশ কমিশনার ব্যারাকপুর-১ অজয়কুমার ঠাকুরকে।

এইকাল কর্মবীর সম্মান তুলে দেওয়া হয় এসিপি নৈহাটি (আইপিএস) কুমার সানি রাজ ও গরিফা আউটপোস্টের ওসি উত্তমকুমার সরকারকে।

এইকাল স্মারক সম্মান তুলে দেওয়া হয় ব্যারাকপুরের নগরপাল মনোজ ভার্মাকে। সম্মানিত করা হয় যুগ্ম পুলিশ কমিশনার ব্যারাকপুর ধ্রুবজ্যোতি দে ও নৈহাটি থানার আইসি সুজিত ভট্টাচার্যকে।

এদিন, প্রেস এবং পুলিশ একাদশ প্রীতি ম্যাচ ঘিরে ছিল টানটান উত্তেজনা । ওই ম্যাচে একদিকে যেমন ব্যারাকপুরের প্রায় সমস্ত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক অংশ নিয়েছিলেন, তেমনই পুলিশ একাদশের পক্ষে মাঠে নামেন পুলিশ কমিশনার, যুগ্ম পুলিশ কমিশনার, নৈহাটি আইসি, অ্যাসিস্ট্যান্ট পুলিশ কমিশনার নৈহাটি ও গরিফা আউট পোস্টের ওসি-সহ অনান্যরা ।

Developed by