Breaking
18 Apr 2025, Fri

করোনা ভাইরাস বিষয়ে সাধারণ মানুষকে সচেতন করতে পথে নামল নৈহাটি পুরসভা

এইকাল নিউজ: নৈহাটি পুরসভার উদ্যেগে নৈহাটির বিভিন্ন বাজার, সুপার মার্কেট, মন্দির, মেছুয়া বাজার ফেরি সার্ভিস সহ সমস্ত জনবহুল এলাকায় কোভিড 19 বা করোনা ভাইরাস প্রতিরোধে অত্যাধুনিক জীবাণু নাশক স্প্রে করা হচ্ছে। সাথে সাথে মানুষকে সতর্ক এবং অযথা আতঙ্কিত না হওয়ার অনুরোধ করা হচ্ছে।
নৈহাটি পৌরসভার স্বাস্থ্য দপ্তরের উদ্যোগে করোনা ভাইরাস নিয়ে সাধারণ মানুষকে সচেতন করতে আজ ২১/০৩/২০ নৈহাটি ৬নং বিজয়নগর মোড়ে হ‍্যান্ড স‍্যানিটাইজ করা হচ্ছে সচেতনতা বাড়ানোর লক্ষ্যে। নৈহাটি পুরসভার স্বাস্থ্য বিভাগের পুরপ্রধান পর্ষদ সদস্য সনৎ দে জানান, করোনার মোকাবিলায় আমরা সদা তৎপর।

Developed by