শোভনলাল রাহা, এইকাল নিউজ: তিনি বরাবরই যে কোনও সমাজসেবামূলক কাজে এগিয়ে আসেন। রাজনীতির বাইরেও বিশিষ্ট সমাজসেবী ও নাট্যকর্মী হিসাবে তাঁর পরিচিতি। আর এবার করোনা রুখতে এগিয়ে এলেন নৈহাটির জনপ্রিয় বিধায়ক পার্থ ভৌমিক।
দেশ জুড়ে বিভিন্ন রাজনৈতিক দলের জনপ্রতিনিধিরা যখন করোনা ভাইরাসের মোকাবিলায় সাংসদ বা বিধায়ক কোটার টাকা দান করছেন, তখন ব্যতিক্রমী রাজ্যের তৃণমূল বিধায়ক পার্থ ভৌমিক। তিনি নিজের ব্যাংক অ্যাকাউন্ট থেকে ১ লক্ষ টাকা রাজ্যের মুখ্যমন্ত্রীর ত্রান তহবিলে দান করলেন।
বৃহস্পতিবার তিনি নিজের ব্যাংকের জমানো টাকা থেকে ওই টাকা করোনা ভাইরাসের জন্য গড়া মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে দান করেন । তাঁর মতে, এলাকা উন্নয়ন তহবিলের টাকা উন্নয়নের কাজেই ব্যবহার করা যাবে আগামী দিনে ।
নিজের ব্যক্তিগত ব্যাংকের টাকা মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে এই প্রথম কোনও বিধায়ক দান করলেন।
শুধু তাই নয়, করোনা সংক্রমণ রুখতে তিনি তৎপরতার সঙ্গে কাজ করে চলেছেন। নৈহাটি রাজ্য সদর হাসপাতালের সুপার, পুরপ্রধান, স্বাস্থ্য বিভাগের দায়িত্বপ্রাপ্ত পুরপ্রধান পর্ষদ সদস্য, নৈহাটি থানার বড়বাবু-সহ একটা গোটা টিম নিয়ে তিনি তাঁর বিধানসভা এলাকায় সবরকম ব্যবস্থা করে চলেছেন। নৈহাটি স্টাডিয়ামটিকেও মুখ্যমন্ত্রীর নির্দেশ মেনে অস্থায়ী করোনা রোগাক্রান্তদের চিকিৎসাকেন্দ্র হিসেবে গড়ে তোলা হয়েছে যুদ্ধকালীন তৎপরতায়।