Breaking
11 Apr 2025, Fri

শোভনলাল রাহা, এইকাল নিউজ:
তেত্রিশ বছর পর রামানন্দ সাগরের জনপ্রিয় ধারাবাহিক রামায়ণের পুনঃসম্প্রচার শুরু করতে চলেছে দূরদর্শন টিভি। আটের দশকে প্রথমবার যখন এই রামায়ণের সম্প্রচার হত , তখন ধারাবাহিকটি চলার সময়ে রাস্তাঘাট ফাঁকা হয়ে যেত। সকলে এতটাই গুরুত্ব দিয়ে এই ধারাবাহিক দেখতেন, যে ওই সময়ে কেউ পথে বেরোতেন না। করোনা মোকাবিলায় সেই ধারাবাহিককেই ফের তুরুপের তাস করতে চলেছে কেন্দ্র।
লকডাউনের সময় মানুষকে ঘরে আটকাতেই ফিরছে রামায়ণ। শনিবার থেকেই দূরদর্শনে ফের সম্প্রচারিত হবে এই মেগা বাম্পার। শুক্রবার এই সিদ্ধান্তের কথা ঘোষণা করা হয় কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রকের তরফে।শুধু লকডাউন বা পুলিশি নজরদারি নয়, মানুষকে গৃহবন্দি রাখতে বিনোদনও যে হতে পারে হাতিয়ার, সেই ভাবনা থেকেই দূরদর্শনে রামায়ণ ধারাবাহিক ফিরিয়ে আনছে কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রক ।
কেন্দ্রীয় মন্ত্রী প্রকাশ জাভরেকর টুইট করে জানিয়েছেন, মানুষের চাহিদার জন্যই রামায়ণ ফিরিয়ে আনা হচ্ছে । ২৮ মার্চ অর্থাৎ শনিবার থেকেই দূরদর্শনে, সকাল ৯টা থেকে ১০টা পর্যন্ত সম্প্রচারিত হবে এই ধারাবাহিক। রাতে পুনঃসম্প্রচারের ব্যবস্থাও করা হয়েছে ।
রামানন্দ সাগরের এই ধারাবাহিকের জনপ্রিয়তা একসময় এমন জায়গায় পৌঁছেছিল যে, রবিবার সম্প্রচারের নির্দিষ্ট সময় শহর, গ্রাম, জনপথ জনমানবশূন্য হয়ে পড়তো। অরুণ গোভিল, দীপিকা, চিকলিয়া, দারা শিং অভিনীত এই ধারাবাহিকের চৌম্বক শক্তি সমাজের সব স্তরের মানুষকে আটকে ফেলেছিলো। শোনা যায়, হরিয়ানার সেই সময়ের মুখ্যমন্ত্রী এবং প্রাক্তন রেলমন্ত্রী বংশীলাল, রামায়ণের একটি বিশেষ পর্ব দেখার জন্য প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর সঙ্গে পূর্ব নির্ধারিত বৈঠকে যোগ দিতে পারেন নি । ১৯৮৭ থেকে ১৯৮৮ সাল পর্যন্ত সম্প্রচারিত হয়েছিল রামায়ণ ।
বর্তমান লকডাউন পরিস্থিতি নিয়ন্ত্রণে কেন্দ্রীয় সরকারের এই ‘রামায়ণ দাওয়াই’ কতটা কার্যকর হয় সেটাই এখন দেখার ।
যদিও রামায়ণ সম্প্রচারের এই উদ্যোগের পিছনে রাজনৈতিক উদ্দেশ্য রয়েছে বলেও মনে করছেন রাজনৈতিক মহলের একাংশ।

Developed by