Breaking
11 Apr 2025, Fri

স্যানিটাইজার বানাচ্ছে কল্যাণী বিশ্ববিদ্যালয়

বিউটি নাথ, এইকাল নিউজ: করোনা ভাইরাস ঠেকাতে বিশ্ব জুড়ে সতর্কতা ।এই সতর্কতার কথা মনে রেখেই করোনা আতঙ্ক প্রশমিত করার সময়োপযোগী ভূমিকা নিয়েছে কল্যাণী বিশ্ববিদ্যালয় । করোনা প্রতিরোধে বর্তমানে অন্যতম গুরুত্বপূর্ণ অংশ হয়ে দাঁড়িয়েছে মাস্ক এবং হ্যান্ড স্যানিটাইজার। কিন্তু সহজে তা পাওয়া ভার । ওষুধের দোকান থেকে হাসপাতাল, সর্বত্রই চাহিদা অনুযায়ী তার যোগান কম ।সাধারণ মানুষও আতঙ্কিত, চিন্তিত। তাই কল্যাণী বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে স্যানিটাইজার তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে। জানালেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক শংকরকুমার ঘোষ।
উপাচার্য জানালেন এই স্যানিটাইজার তৈরি করেছেন বিশ্ববিদ্যালয়ের এসএন ইনভেশন সেন্টার এর বিজ্ঞানীরা। ইনোভেশন সেন্টার এর বিজ্ঞানী বিশাল ধর বলেন, ‘জাতীয় সেবা প্রকল্পের সদস্যরা নিজেদের নিরাপদে রেখে এই বিষয়ে সচেতনতা তৈরি করেছেন ।স্যানিটাইজার বিভিন্ন প্যাকে তৈরি হচ্ছে । আমাদের ল্যাবে আগে থেকেই স্যানিটাইজার তৈরি হয়ে থাকে ।সেগুলো সারজিকাল গ্রেডের ।মাননীয় উপাচার্যর নির্দেশে আমরা চার, পাঁচ জন হু এর রেকমেন্ড করা ফর্মুলেশন অনুযায়ী হ্যান্ড স্যানিটাইজার তৈরি করে চলেছি।’
এদিকে শুরু হয়েছে লকডাউন। উপাচার্য অধ্যাপক শংকর কুমার ঘোষ জানালেন, ‘এই সংকট কালে আমরা কাজ বন্ধ করছি না। আরও বেশি মানুষের কাছে পৌঁছে দেওয়া র জন্য আমার রেসিডেন্টেই তৈরি হবে হ্যান্ড স্যানিটাইজার।’

Developed by