Breaking
11 Apr 2025, Fri

লকডাউনের মধ্যেই শানু দিবসে এইকাল-এর সম্পাদক শোভনলাল রাহাকে কী বললেন কুমার শানু

এইকাল নিউজ:

Advertisement

আজ ৩১মার্চ।গোটা বিশ্বের সংগীত দুনিয়া আজকের দিনটিকে শানুদিবস হিসেবে পালন করে । আমেরিকার ডেটন শহরের মেয়র বহু বছর আগেই জীবন্ত কিংবদন্তি ভারতীয় গায়ক কুমার শানুর নামে ৩১ মার্চ দিনটি শানু দিবস হিসেবে ঘোষণা করেছিলেন । লকডাউন এর বাজারে এবার আজকের দিনটিতে কুমার শানু থাকলেন তাঁর মুম্বইয়ের বাড়িতে ঘরবন্দি হয়েই ।এইকাল-এর পক্ষ থেকে কুমার শানুর সঙ্গে আজ দূরভাষে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘গোটা বিশ্ব এই মারন ভাইরাস (করোনা )নিয়ে আতঙ্কিত। আমি সবাইকেই অনুরোধ করব আপনারা লকডাউন মেনে চলুন ।করোনাকে হারাতে গেলে আমাদের ঐক্যবদ্ধভাবে এই লকডাউন মেনে বাড়িতে থাকাই একমাত্র রাস্তা ।’
এইকালকে দেওয়া একান্ত সাখ্যাৎকারে কুমার শানু জানালেন, তিনি মুম্বইয়ে একাই রয়েছেন তাঁর বাড়িতে। সকালবেলা নিজের হাতে তৈরি করছেন ব্রেকফাস্ট। রান্নাও করেছেন নিজের হাতে। গান গাওয়ার মতো নতুন নতুন রান্নার ডিস তৈরি করাও তাঁর প্যাশন ।এই অখণ্ড অবসর যাপনে তিনি সকালে উঠে কিছুটা শরীরচর্চা করছেন। পাশাপাশি ঝালিয়ে নিচ্ছেন গানের গলাও। খবর দেখলেও সবসময় খবর চালিয়ে রাখছেন না। এক্ষেত্রে কুমার শানুর সাফ কথা, ‘সারাক্ষণ করোনার খবর দেখাও উচিত নয়। তাতে মনে নেগেটিভ এফেক্ট পড়ে।’ তাই দিনের নির্দিষ্ট সময় খবর দেখার পরামর্শ দিচ্ছেন তিনি। বাকি সময় নিজের পরিবারের সঙ্গে সময় কাটানোর কথা বলছেন শানু।
যদিও তাঁর পরিবার এই মুহূর্তে তাঁর সঙ্গে নেই। তাঁর দুই মেয়ে এবং বউ আমেরিকায় রয়েছে।ফলে দেশের খবরের পাশাপাশি আমেরিকার খবরেও রয়েছে তাঁর নজর। মেয়ে, বউ কেমন আছে, জিজ্ঞাসা করায় তিনি জানান, ‘ওরা ভালো আছে। আমাদের দেশে সম্প্রতি লকডাউন শুরু হলেও আমেরিকায় ওরা ২০ দিন আগে থেকেই লকডাউন পালন করছে। সচেতনতার জন্য ওরা গৃহবন্দি।’

Developed by