এইকাল নিউজ:
লকডাউনের সপ্তম দিনে রাজ্যে নতুন করে আরও 15 জনের দেহে মিলল করোনা সংক্রমণ। ফলে আক্রান্তের সংখ্যা দাঁড়াল 37। এদিনই নতুন করে আরও দু’জনের মৃত্যু হয়। এর জেরে মৃতের সংখ্যা বেড়ে হল পাঁচ।
সোমবার বিকেলেই হাওড়া জেলা
হাসপাতালে চিকিৎসাধীন এক মহিলার মৃত্যু হয়। রবিবার ভর্তি হওয়া ওই রোগীর উপসর্গ সন্দেহজনক থাকায় তাঁর লালারসের নমুনা পাঠানো হয়েছিল এসএসকেএম হাসপাতালে। কিন্তু রিপোর্ট আসার আগেই তাঁর মৃত্যু হয়। সোমবার রাতে রিপোর্ট এলে জানা যায় করোনা সংক্রমণেই তাঁর মৃত্যু হয়েছে।
এদিকে, মঙ্গলবার সকালে জানা গিয়েছিল, ঢাকুরিয়া এমআরআই, সল্টলেকের এমআরআই হাসপাতালে ভর্তি থাকা দুই রোগি
ও পশ্চিম মেদিনীপুর মেডিকেল কলেজে ভর্তি থাকা দাসপুরের এক যুবকের কোভিড 19- এর রিপোর্ট পজিটিভ এসেছে। ফলে সন্ধ্যা পর্যন্ত সব মিলিয়ে রাজ্যে আক্রান্তের সংখ্যা দাঁড়ায় 27। মৃতের সংখ্যা দাঁড়ায় 3।
কিন্তু মঙ্গলবার সন্ধ্যার পরই গোটা চিত্রটি বদলে যায়। নতুন করে আরও 10 জনের আক্রান্ত হওয়ার খবর মেলে। যার মধ্যে এদিন সন্ধ্যায় দু’জনের মৃত্যুও হয়েছে। যাদের শরীরে মিলেছে সংক্রমণ। 52 বছরের এক ব্যক্তি এদিন হাওড়ার গোলাবাড়ি আইএলএস হাসপাতালে মারা যান। অন্যদিকে, এনআরএস মেডিক্যাল কলেজ হাসপাতালে রাত ন’টায় মারা যান 62 বছরের এক ব্যক্তি।
আলিপুরের চিকিৎসকের ছেলে মেয়ে এবং স্ত্রী তিনজনের শরীরে মিলেছে নোবেল করনা ভাইরাসের সংক্রমণ। এছাড়াও শ্রীরামপুরের ওয়ালস হাসপাতালে চিকিৎসাধীন দুই ব্যক্তির শরীরে মিলেছে নভেল করোনা ভাইরাসের সংক্রমণ। এগরার এক ব্যক্তির শরীরেও করোনা সংক্রমণ মিলেছে। আরজিকর হাসপাতালে চিকিৎসাধীন এক ব্যক্তির শরীরে মিলেছে সংক্রমণ। দমদম আইএলএস হাসপাতালে ইতালির মিলান ফেরত এক প্রৌঢ়ার শরীরেও করোনা সংক্রমণ পাওয়া গেছে।