Breaking
16 Apr 2025, Wed

অত্যাবশ্যকীয় প্রয়োজনে যোগাযোগ করুন মুখ্যমন্ত্রীর সঙ্গে

রিমা দাস, এইকাল নিউজ:

Advertisement
অত্যাবশ্যকীয় প্রয়োজনে যোগাযোগ করুন মুখ্যমন্ত্রীর সঙ্গে। এই মর্মে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। তারজন্য রয়েছে নির্দিষ্ট একটি ফোন নম্বর। ওই নম্বরে ফোন করে অসুবিধার কথা জানাতে হবে। প্রয়োজন বুঝে তৎক্ষণাৎ ব্যবস্থা নেবে মুখ্যমন্ত্রীর দফতর।
মঙ্গলবার তৃণমূল কংগ্রেসের অফিশিয়াল ওয়েবসাইটে এই নির্দিষ্ট নম্বরটি দেওয়া হয়। নম্বরটি হল— 9433 002 391। এই নম্বরে ফোন করলে মুখ্যমন্ত্রীর দফতর থেকে জনৈক সৌম্য হালদার ফোনটি ধরবেন। তিনি ফোনের অপর প্রান্তে থাকা ব্যক্তির সমস্ত কিছু শুনে তা মুখ্যমন্ত্রীর কাছে জানাবেন।
এই বিষয়ে মুখ্যমন্ত্রী লিখেছেন, ‘সারা পৃথিবীতে এক অভূতপূর্ব পরিস্থিতি তৈরি হয়েছে। বাংলাতেও তার প্রভাব পড়বে। জীবনের ঝুঁকি নিয়ে যারা দায়িত্ব ও নিষ্ঠার সঙ্গে রাজ্যের মানুষের সেবা করে চলেছেন তাদের আমি কুর্নিশ জানাচ্ছি।’
মুখ্যমন্ত্রী ওই বিজ্ঞপ্তিতে রাজ্যের মানুষকে নিজের এবং তার পরিবারের দায়িত্ব ও খেয়াল রাখার পরামর্শ দিয়েছেন। একই সঙ্গে তিনি ডাক্তার, নার্স, পুলিশকর্মী-সহ অত্যাবশ্যকীয় পরিষেবায় যুক্ত কর্মীদের বারবার ধন্যবাদ ও কুর্নিশ জানিয়েছেন। সেখানে তিনি লিখেছেন, ‘আপনি নিজের জীবনের ঝুঁকি নিয়ে যে দায়িত্ব ও নিষ্ঠার সঙ্গে রাজ্যের মানুষের সেবা করে চলেছেন, তাকে আমি কুর্নিশ জানাচ্ছি।’ করোনা মোকাবিলায় ইতিমধ্যেই একগুচ্ছ পদক্ষেপ নিয়েছে রাজ্য সরকার। সাধারণ মানুষের সুবিধার্থে সম্পূর্ণ বিনামূল্যে রেশন বিলি করার ব্যবস্থাও করা হয়েছে। এদিকে লকডাউন পরিস্থিতিতে বিভিন্ন বিষয়ে নাজেহাল সাধারণ মানুষ। ফলে সাধারণ মানুষের সুবিধার্থেই এই ব্যবস্থা বলে জানা গিয়েছে।

Developed by